তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী
আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


নীলফামারীর সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, খাতেমুন নাবিয়ীন কনফারেন্স ও ফাতেহা-ই-ইয়াজ দাহাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের আদিবা কনভেনশন হলে আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর জেলা সভাপতি আলহাজ্ব গোলজার আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাকিরুল মুনির ও খলিফা ইসলাম আশরাফী। সভাপতিত্ব করেন মাওলানা আলহাজ্ব মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী।
কুইজে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী অংশ নেয়। পূর্ণ নম্বর পেয়ে দুইজন প্রথম, ৪৯ নম্বর পেয়ে ছয়জন দ্বিতীয় এবং ৪৮ নম্বর পেয়ে পাঁচজন তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সকল অংশগ্রহণকারীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কারও।
বক্তারা ইসলামের আলো ছড়িয়ে দিতে নিয়মিত ইসলামিক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান এবং শেষ নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ঈমান অটুট রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করা হয়।