রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী

আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫০ পিএম | 47 বার পড়া হয়েছে
আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, খাতেমুন নাবিয়ীন কনফারেন্স ও ফাতেহা-ই-ইয়াজ দাহাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের আদিবা কনভেনশন হলে আহলুস সুন্নাহ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর জেলা সভাপতি আলহাজ্ব গোলজার আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাকিরুল মুনির ও খলিফা ইসলাম আশরাফী। সভাপতিত্ব করেন মাওলানা আলহাজ্ব মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী।

কুইজে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী অংশ নেয়। পূর্ণ নম্বর পেয়ে দুইজন প্রথম, ৪৯ নম্বর পেয়ে ছয়জন দ্বিতীয় এবং ৪৮ নম্বর পেয়ে পাঁচজন তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সকল অংশগ্রহণকারীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কারও।

বক্তারা ইসলামের আলো ছড়িয়ে দিতে নিয়মিত ইসলামিক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান এবং শেষ নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ঈমান অটুট রাখার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করা হয়।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২শত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারে মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২শত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারে মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগজ্ঞ উপজেলার রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজার মুন্সিবাড়ির কুজ্ঞবনে রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে প্রয়া ২শত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারে মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী, অনিকা দাস চৌধুরী ও বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী সহ এলাকার মুরবীগন।
এসময় বক্তারা বলেন হিন্দু ও মুসলিম সস্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের কার্যক্রম সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগটি ধর্মীয় সস্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর দৃষ্টান্ত, যা দুর্গাপূজার আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। রহিমপুর ইউনিয়নকে আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলেছে, যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে।

মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা

ডিমলায় ট্রলি চাপায় মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম
ডিমলায় ট্রলি চাপায় মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীর ডিমলায় মাদ্রাসার শিক্ষক ও জামায়াত নেতা বালু পরিবহনের ট্রলির চাপায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ডিমলা- ডালিয়া সড়ক অবরোধ করে রাখে। ডিমলা থানার পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, নীলফামারী জেলার ডিমলার খলিশা চাপানি ইউনিয়নের বুড়ির হাট গ্রামের মৃত আমিন আলীর ছেলে ও সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ- সুপার, উপজেলা জামায়াত শ্রমিক কল্যাণ পরিষদের সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম (৫৫) রোববার সকাল ১১ টায় মোটর সাইকেল যোগে কর্মস্থল প্রতিষ্ঠান মাদ্রাসা যাওয়ার পথে ডিমলা- ডালিয়া সড়কের গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের সংলগ্ন এলাকায় পৌছিলে পিছন দিক থেকে আসা একটি বালু বোঝাই দ্রুতগামী ট্রলি পিছন হতে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা ডিমলা -ডালিয়া পাকা সড়ক ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর অভিযোগ, এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবত তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে । ঐ পাথর -বালু গুলো অবৈধভাবে ট্রলিতে প্রায়ই শুটিবাড়ী বাজার এলাকায় চলাচল করে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ক্ষোভে ফেটে পড়ে এবং অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধসহ অবৈধ ট্রলি চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে রাখে।

অন্তর মিয়া, মৌলভীবাজার

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

অন্তর মিয়া, মৌলভীবাজার প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১১ পিএম
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রবিবার ( ২৮ সেপ্টেম্বর ২৫ ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে মোট ১১৯ জন নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন রোগীকে ফ্রি চশমা দেওয়া হয় এবং ১৯ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা আনন্দ প্রকাশ করেন ও বলেন “আমরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতাম না। বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা কৃতজ্ঞতা ও আনন্দিত।”
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা। ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ চক্ষু সার্জনদের একটি টিম।
ক্যাম্পের সিনিয়র অর্গানাইজার বিশ্বজিৎ সাহা বলেন “ইস্পাহানী চক্ষু হাসপাতালের অভিজ্ঞ সার্জন ও টিমকে নিয়ে আমরা ছানি অপারেশনসহ চোখের নানা রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকি।”

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন সভাপতি মইনুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিপন আলী ওয়ারিস, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-প্রচার সম্পাদক মাছুম আহমেদ, কার্যকরী সদস্য তোফাজ্জল হোসেন রাকিব, জাহিদ হাসান জয়,
মুয়িজুর রহমান মিঠু প্রমুখ

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ক্যাম্প-সিনিয়র অর্গানাইজার বিশ্বজিৎ সাহা এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।