প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ডিমলায় ট্রলি চাপায় মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা

নীলফামারীর ডিমলায় মাদ্রাসার শিক্ষক ও জামায়াত নেতা বালু পরিবহনের ট্রলির চাপায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ডিমলা- ডালিয়া সড়ক অবরোধ করে রাখে। ডিমলা থানার পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, নীলফামারী জেলার ডিমলার খলিশা চাপানি ইউনিয়নের বুড়ির হাট গ্রামের মৃত আমিন আলীর ছেলে ও সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ- সুপার, উপজেলা জামায়াত শ্রমিক কল্যাণ পরিষদের সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম (৫৫) রোববার সকাল ১১ টায় মোটর সাইকেল যোগে কর্মস্থল প্রতিষ্ঠান মাদ্রাসা যাওয়ার পথে ডিমলা- ডালিয়া সড়কের গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের সংলগ্ন এলাকায় পৌছিলে পিছন দিক থেকে আসা একটি বালু বোঝাই দ্রুতগামী ট্রলি পিছন হতে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা ডিমলা -ডালিয়া পাকা সড়ক ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর অভিযোগ, এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবত তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে । ঐ পাথর -বালু গুলো অবৈধভাবে ট্রলিতে প্রায়ই শুটিবাড়ী বাজার এলাকায় চলাচল করে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ক্ষোভে ফেটে পড়ে এবং অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধসহ অবৈধ ট্রলি চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে রাখে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন