রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৩ পিএম | 221 বার পড়া হয়েছে
বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)

দেশের সাংবাদিকদের ঐক্যের প্রতীক ও পেশাগত স্বার্থ রক্ষায় গড়ে ওঠা সংগঠন সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) গত ৬ ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। যা বাংলাদেশের সাংবাদিকদের পক্ষে শক্ত,মজবুত এক খুঁটি হয়ে থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান ও চেয়ারম্যান ফাহাদ এবং প্রধান উপদেষ্টা মোঃ আসিফুজ্জামান আসিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সাংবাদিকদের বিভিন্ন স্তরের অভিজ্ঞ ও তরুণ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে রয়েছে- সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে স্বাস্থ্য, সাহিত্য, মানবাধিকার, পরিবেশ, সমাজকল্যাণ, ক্রীড়া, সংস্কৃতি, ধর্ম এবং প্রশাসনিক বিষয়ক সম্পাদকসহ একাধিক পদ।

গুরুত্বপূর্ণ পদাধিকারীদের মধ্যে রয়েছেন:

সভাপতি: মোঃ কামরুল হাসান,

সাধারণ সম্পাদক: মোঃ শাহাবুদ্দিন

সহ সাধারণ সম্পাদক: মোঃ শাহজাহান বিপ্লবী সুমন,

যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আব্বাস উদ্দিন,

সহ যুগ্ম সাধারণ সম্পাদক:মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোসলেহউদ্দীন,আরিফুল ইসলাম,শাকিল রানা।

সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী।

সহ সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম সানি, সাজ্জাদ মাহমুদ মনির, তৌফিকুর রহমান তাহের, সাইফুল ইসলাম, মাহবুব আহমেদ, মোঃ জয়নাল আবেদিন,

দপ্তর সম্পাদক: সৈয়দ মোহাম্মদ কায়সার,

সহ দপ্তর সম্পাদক: মোঃ আবু ইউসুফ উদ্য়,নয়ন রায়,আবু বকর সিদ্দিক খান।

বিষয়ভিত্তিক সম্পাদকদের মধ্যে রয়েছেন:

শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক: আব্দুল মতিন মুন্সি,

শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রফিক,

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ জিয়াউর রহমান,

সাহিত্য বিষয়ক সম্পাদক: সাকিব আহসান,

মানবাধিকার বিষয়ক সম্পাদক: কাজী মোস্তাক আহমেদ,

প্রশাসন বিষয়ক সম্পাদক: আবু রাসেল সুমন,

পরিবেশ বিষয়ক সম্পাদক: মোঃ ইদ্রিস আলী,

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আরিফুর রহমান,

ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা মোঃ এমরুল ইসলাম,

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: শাহিনুল ইসলাম লিটন,

যুব বিষয়ক সম্পাদক: মোঃ আমজাদ হোসেন

প্রচার সম্পাদক: আকিকুর ইসলাম রুমান

ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ দিপু আহম্মেদ,

এছাড়া সহ সম্পাদক ও উপ-সম্পাদক হিসেবে আরও বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক ঐক্য পরিষদ সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা পালনে কার্যকর ভূমিকা রাখবে যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিক গুলো তুলে ধরবে।

কমিটি ঘোষণার পর সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহাদ বলেন, “আমরা বিশ্বাস করি সাংবাদিকদের ঐক্যই সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। যা রাষ্ট্রের সাধারণ জনগণের জান মালের নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখবে। নতুন কেন্দ্রীয় কমিটি সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করবে এবং গণমাধ্যমের মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।”একই সাথে সাংবাদিকদের “একতা • সহযোগিতা • অধিকার আদায়ে শক্তির প্রতীক হয়ে, সাংবাদিকদের কণ্ঠস্বর এবং হৃদয়ের স্পন্দন হয়ে কাজ করবে।

উল্লেখ্য, সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে নানা কার্যক্রম চালিয়ে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তাদের সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হয়ে উঠেছে।

ইতি মধ্যে ই সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) সারাদেশ জুড়ে বিভাগীয় কমিটি গঠনের কার্যক্রম হাতে নিয়েছে।সাংবাদিক একতার পাশাপাশি সাংবাদিক সহযোগিতা, সাংবাদিক সুরক্ষা এবং সাংবাদিক পরিবারের আর্থিক নিরাপত্তা খুব শ্রীঘ্রই নিশ্চিত করবে বলে আশাবাদী সংগঠনের প্রতিটি সদস্য।

ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৩৩ পিএম
ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিএনপি কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা পল্লী চিকিৎসক দলের সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা পল্লী চিকিৎসক দলের সভাপতি মোঃ ফারুক খান হিমেল,অনুষ্ঠানের উদ্বোধক ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মোজাহিদ স্বপন,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাবনা জেলা পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব খান,সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ আব্দুল আজিজ,যুগ্ম আহব্বায়ক মোঃ বরাত আলী, আবু হেনা মোস্তফা কামাল রেজা,আলতাব হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ, পল্লী চিকিৎসক দলের ইশ্বরদী উপজেলা শাখার সভাপতি জুয়েল সরকার,আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ হুমায়ুন কবির প্রমুখ৷

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও পরে ভাঙ্গুড়া উপজেলা পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির কাগজ নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে

নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ পিএম
কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে নতুন চর জেগে ওঠায় নাব্যতা সংকট দেখা দিয়েছে, যা মনসুরনগর চরের শিক্ষার্থীদেরসহ স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি করছে; বিশেষ করে স্বাস্থ্যকেন্দ্রে যেতে ও স্কুলে যেতে তাদের ডুবোচরের উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে, যা একটি বড় সমস্যায় পরিণত হয়েছে।
মূল সমস্যা: শুষ্ক মৌসুমে জেগে ওঠা অসংখ্য ডুবোচর যাতায়াতে বাধা দিচ্ছে।
প্রভাব: ছাত্রছাত্রী, রোগীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
উদাহরণ: মনসুরনগর চরের লোকজন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ এএম
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস। এ দিবস পালন উপলক্ষ্যে সকালে হানাদার মুক্ত দিবসের বিজয় মিছিল,পুস্প্যমাল্য অর্পন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়। এই দিন মুক্তিযোদ্ধাদের প্রবল চাপের মুখে পাকিস্তানি সেনারা পরাজয় মেনে নিয়ে কুড়িগ্রাম ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস। কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার বীর প্রতীকের নেতৃত্বে কুড়িগ্রাম ওভারহেড পানির টাংকির উপর প্রথম স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করা হয়।
এই দিবসের শুরুতে সকাল ৯ টায় একটি বিজয় মিছিল কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে বেড় হয়ে শহর পদক্ষিন করে। পরে কলেজ মোড় স্বাধীনতার বিজয় স্থম্ভে পুস্প্য মাল্য অর্পণ করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সদর কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় এক স্মৃতি চারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,এনডিসি এবিএম মেজবাহ উদ্দিন,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুস সালাম(অবঃ), বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,প্রবীন সাংবাদিক সফি খান,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা সভাপতি মাহবুবুর রশীদ তালুকদার স্বপন,সহ সভাপতি নব কুমার সরখেল ববি,সাধারণ সম্পাদক আমানুর রহমান খোকন,উদীচী শিল্পিগোষ্ঠির অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক,১৯ সংগঠনের রাজ্য জ্যোতি,জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সদস্য সচিব হেলাল আহমেদ,প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সদস্য সচিব আব্দুল মুমিন বাবু প্রমুখ ।