সিরাত মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেন আস-সালাম মডেল গার্লস কলেজে


লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আস-সালাম মডেল গার্লস কলেজ-এর আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সিরাত মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিয়াদ স্যার। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত ব্যারিস্টার সালাউদ্দিন দোলন সাহেব।
সিরাত মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী নিয়ে আলোচনা করেন মাওলানা ওমর ফারুক সাহেব।শিক্ষা, নৈতিকতা ও মানবতার বার্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অত্র কলেজের বাংলা প্রভাষক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম সাহেব। নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন অত্র কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীগণ।তাদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ২য় বর্ষের শিক্ষার্থী সাবিয়া আলতাফ খুশী।
নবীন ছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল জনাবা ফাইরুজ তাসনিম মুনা। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ জনাবা মাহাফারা খান।
কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, নতুন শিক্ষার্থীরা আগামী দিনে পড়াশোনা ও নৈতিকতায় উন্নত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
আয়োজনটি কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীরীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।