অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বান্ধবীর কথা মতো স্বর্ণ চুরি, একমাস পর কিশোরী আটক


মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর সোনার বাংলা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত জুয়েলারিতে এক মাস আগে সংঘ টিত স্বর্ণের নাকফুল চু রির ঘটনায় এক কিশোরীকে আ টক করা হয়েছে।
অভিযু ক্ত কিশোরীর নাম ঝুমুর (১৩)। তার বাড়ি ভেইলিব্রিজ এলাকায়।
জানা যায়, প্রায় এক মাস আগে দোকানের ভিড়ের সুযোগে দোকান থেকে নাকফুল চু রি করে পালিয়ে যায়। ঘটনার পর দোকান মালিক সিসিটিভি ফুটেজে ধারণকৃত ঘটনাটি সংরক্ষণ করেন।
ঝুমুর আবারও একই মার্কেটে গেঞ্জি কিনতে গেলে দোকান মালিক সিসিটিভি ফুটেজের সাথে মিলিয়ে তাকে চিনে ফেলেন। পরে দোকান কর্তৃপক্ষ তাকে আ টক করে রাখে।
এ ঘটনায় পুরো মার্কেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের স ন্দেহ অবশেষে দূর হয়েছে। চো র ধরা পড়ায় তারা কিছুটা স্বস্তি পেলেও ভবিষ্যতে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।