কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
রাজিবপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


কুড়িগ্রামে জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে,০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার সকাল আনুমানিক ৯:৪৫ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানাধীন মরিচাকান্দি মোড় সংলগ্ন এলাকা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একই এলাকার মো: নুরুল আমিন (৩৫) কে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম রাজিবপুর থানাধীন মরিচাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।