আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
কামারখন্দে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ


সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায়- ১’শজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে । ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ/২ ২০২৫
মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে- এই প্রণোদনা দেওয়া হয়। প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য ৫’কেজি মাসকলাই বীজ, ৫’কেজি এমওপি ও ১০’কেজি করে ডিএপি সার দেওয়া হয় । কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে-
মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে কামারখন্দ উপজেলা পরিষদ সভা কক্ষ আলোচনাসভা শেষে হতে উক্ত মাসকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
এসময়ে স্বাগত বক্তব্যে রাখেন , এবং এ বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসের সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ রতনচন্দ্র বর্মন।
এ বিতরণ কার্যক্রম কালে সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় যে, উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ২৫ জন কৃষকে, ঝাঐল ইউনিয়নের ২৫ জন কৃষককে, জামতৈল ইউনিয়নের ২৫ জন কৃষককে রায়দৌলতপুর ইউনিয়নের ২৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উক্ত বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।