মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় পাছ পাটুল প্রধান শিক্ষক তৈয়ব আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ পাটুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রবিবারে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম।
অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের চেয়ার টেবিল বেঞ্চ কাউকে না জানিয়ে নিজ বাড়িতে নিয়ে আত্মসাৎ করেছেন,রাউডার ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন,বিদ্যালয়ের পানির টাংকি ছুটির দিনে খুলে নিজ বাড়িতে নিয়ে ব্যবহার করছেন,বিদ্যালয়ের একটি মাত্র বেসিন সেটাও খুলে তার বাড়িতে নিয়ে গেছেন,রাজমিস্ত্রীদের নিজের বাড়ির কাজ করিয়ে রাজমিস্ত্রীর বিল দেন স্কুলের ফ্যান্ড থেকে। মোট কথা বিদ্যালয়টিকে তার ব্যক্তিগত সম্পদমনে করছেন বলে স্থানীয়দের অভিযোগ। তবে এবিষয়ে প্রধান শিক্ষক তৈয়ব আলী পানির টাংকি ৩ হাজার টাকার বিনিময়ে তার বাড়িতে নেওয়ার কথা শিকার করেছেন।
এবিষয়ে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি,অভিযোগের আলোকে আমাদের উপজেলা শিক্ষা অফিসার দুই সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছেন, কমিটিতে আমাকে প্রধান করা হয়েছে এবং সদস্য রাখা হয়েছে এটিও মোঃ আজিম উদ্দিনকে। আগামী বুধবার ২৭/০৮/২০২৫ইং তারিখে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে তদন্ত অনুষ্ঠিত হবে এবং তদন্তের আলোকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।