পাঁচ লাখ টাকার ক্ষতি সাধিত
সিরাজগঞ্জে নার্সারিতে হামলা


মোঃ পলাশ শেখ,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ– সিরাজগঞ্জের কাজিপুরের স্থলবাড়ী গ্রামে নার্সারিতে হামলা চালিয়ে ভাঙচুর ও শত শত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। নার্সারির মালিক ভুক্তভোগী মোছাঃ শিউলি বেগম কাজিপুর থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন,প্রায়৭ বছর আগে বছরে ৭ মন ধানের বিনিময়ে বিবাদী বাদসা তালুকদারের নিকট থেকে স্বামি হারা শিউলি বেগম ২২ শতাংশ জমি নিয়ে নার্সারীর ব্যবসা চালিয়ে আসছিল। হটাৎকরেই জমির মালিক কোন পূর্ব সতর্ক ছাড়াই তাদের কে জমিছেড়ে দিতে বলে। এতে তারা চারা গুলো বিক্রির কথা বলে এবং কমপক্ষে ৫ মাস সময় চায় । কিন্তু প্রতিপক্ষ সময় দিতে অস্বীকার করে।এর এক পর্যায়ে গত ৯ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত মোঃ বাদশা তালুকদার (৫০) তাদের সহযোগী মোঃ হিটলা (২৫), মোঃ রেজাউল, মোঃ সোহেল রানা ও মোঃ সেলিম রেজা, সরোয়ার সহ ৭-৮ জন তার নার্সারিতে প্রবেশ করে। এ সময় তারা বিভিন্ন প্রজাতির প্রায় ৭ হাজার গাছ কেটে ফেলেদেয় ও ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন শিউলিবেগম ।
ভুক্তভোগী আরও জানান, স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও বাদশা তালুকদার প্রভাবশালী হওয়ায় শিউলি বেগম ন্যায় বিচারে প্রতিবারই ব্যর্থ হয়েছেন। বর্তমানে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।এ বিষয়ে প্রতিপক্ষ বাদশা তালুকদার জিজ্ঞাসা বাদে জানান শিউলি বেগম চুক্তিমোতাবেক আমার জমির ধান দেয়না বলে জমিছেড়ে দেওয়ার জন্য একাধিকবারতাগিত দেয়ার পরেও সে জমি না ছাড়ায় আমরা জমিতে লাগানো গাছ কর্তন করেছি।
এ বিষয়ে কাজিপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে