✍প্রতিবেদক: আহসান হাবিব শিবলু, গাবতলী (বগুড়া)
দূর্গাহাটা ডিগ্রী কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা


বগুড়া জেলার গাবতলী থানাধীন দূর্গাহাটা ডিগ্রী কলেজে ২৬ জুলাই ২০২৫ শনিবার, এসএসসি ২০২৫ শিক্ষা বর্ষে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এ সময় মাইনষ্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা লাভের উদ্দেশ্যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ময়নুল আহসান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর একে একে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট বিদ্যোৎসাহী সদস্য মোঃ রবিউল আলম অশ্রু, কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এডভোকেট এ.কে.এম আকিল আহম্মেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা কলেজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। আলোচনা পর্বে বিভিন্ন সময়কার দুর্নীতির করুণ ইতিহাসও তুলে ধরা হয় এবং একটি স্বচ্ছ, দায়িত্বশীল প্রশাসন গঠনের আশ্বাস দেন বক্তারা।
উল্লেখযোগ্যভাবে বক্তারা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়ায় সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন এবং A+ ও A গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহ প্রদর্শন করেন। অনুষ্ঠানে বলা হয়, “আস্থা রাখুন, সর্বোচ্চ সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ”— এই স্লোগানকে সামনে রেখে কলেজ এগিয়ে যাবে এক নব দিগন্তের পথে।