মাদ্রাসার সুপার ও জামায়াত সভাপতি আল-আমিনের অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ


আজ ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি দাখিল মাদ্রাসার সুপার ও খাসরাজবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আল-আমিনের বিরুদ্ধে চরম অনিয়ম, স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব দুর্নীতির প্রতিবাদ করায় এক সহকারী শিক্ষককে প্রকাশ্যে সুপারের স্ত্রী বেধড়ক মারধর করেন। ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা এলাকা ও আশপাশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দ ও বিভিন্ন প্রকল্পে দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছেন আল-আমিন। সম্প্রতি একজন সহকারী শিক্ষক এসব দুর্নীতির প্রতিবাদ করলে তাকে হেনস্তা করা হয়। মারধরের ঘটনার পর মাদ্রাসার সকল সহকারী শিক্ষক একমত হয়ে সুপার আল-আমিনের অপসারণ দাবি করেন।
এতে শুধু শিক্ষকরা নন, শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসীও বিক্ষোভে ফেটে পড়ে। সবাই একযোগে সুপার ও জামায়াত নেতা আল-আমিনের অপসারণ এবং বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব অংশগ্রহণ দেখা যায়।
সাংবাদিকদের প্রশ্নে আল-আমিন শিক্ষক মারধরের বিষয়টি স্বীকার করে বলেন,
“আমার স্ত্রী একটু উত্তেজিত হয়ে গিয়েছিল। এমন ঘটনা আর ঘটবে না।”
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন,
“লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”