রোহিঙ্গা ক্যাম্পে ‘হালিম গ্রুপ’ এর অত্যাচার-নিপীড়নে অতিষ্ট সাধারণ রোহিঙ্গারা


ক্যাম্প-২, ক্যাম্প-৭ এবং বালুখালীর ক্যাম্প-৮ ইস্টসহ উখিয়ার একাধিক ক্যাম্পে নতুন করে অপহরণ, ইয়াবা বানিজ্য, চাঁদাবাজি এবং সাধারণ রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে ‘হালিম গ্রুপ’ এর সদস্যরা।
উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে সম্প্রতি উত্থান হওয়া ‘হালিম গ্রুপ’ নামের এই সশস্ত্র গোষ্ঠী নতুন করে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালালেও ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এপিবিএন কর্তৃক দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। ফলে আরও বেপরোয়া হয়ে প্রকাশ্যে জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে বাহিনী প্রধান আব্দুল হালিম ও তার দলের সদস্যরা।
অনুসন্ধানে জানা যায়, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’ থেকে বেরিয়ে ‘হালিম গ্রুপ’ গ্রুপ নামে নিজের নামানুসারে নতুন সন্ত্রাসী গ্রুপ তৈরী করেন আব্দুল হালিম। ক্যাম্পের একাধিক মাঝি ও বিভিন্ন সংগঠনের হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা রোহিঙ্গারা জানিয়েছে, গত কয়েকমাসে উখিয়া এবং বালুখালীর একাধিক ক্যাম্পে নতুন করে নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে গ্রুপটি।
অনুসন্ধানে আরো জানা যায়, হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিমের মূল নাম কেফাউত উল্লাহ। তিনি রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন ‘আরসা’র ক্যাম্প কমান্ডার ছিলেন। আব্দুল হালিমের পিতার নাম বাদশা মিয়া, তিনি মংডুর নাফ্ফুরা পাড়ার বাসিন্দা ছিলেন। ২০১৭ সালের আগে মিয়ানমারে থাকা অবস্থায় আব্দুল হালিম আরসা’র অন্যতম দায়িত্বে নিয়োজিত ছিলেন।