বউ পেটানোর ওস্তাদ


কিছুদিন আগে ট্রেন্ডিং ছিল “বউ পেটানোর ওস্তাদ” বরিশালের স্বামীরা… আজো আমাদের আশেপাশে এমন বহু স্বামী আছেন, যারা ভাবেন- স্ত্রীর গায়ে হাত তুলে, পেশীর জোরে ‘কন্ট্রোল’ করাটাই নাকি পুরুষত্ব!
কিন্তু ভাগ্য ভালো, পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছেন, যাদের জন্য ভালোবাসা এখনো বেঁচে আছে।
এই সদ্য বিবাহিত বুড়ো স্বামী, বয়স ৬০+, স্ত্রী বয়সে অনেক ছোট। না তিনি কোনো ট্রেনিংপ্রাপ্ত বউ পেটানোর “ওস্তাদ” নয়…
তবুও, সে শিখে নিয়েছে- “বউয়ের গায়ে হাত না তুলে, তাকে ভালোবেসে, তার পাশে দাঁড়ালেও একজন পুরুষ সম্পূর্ণ হতে পারে!”
এই বৃদ্ধের চোখে স্ত্রী যেন তার জীবনের পুরস্কার।
আর বরিশালের কিছু ভাইয়ের চোখে বউ যেন সারাদিনের রাগ ঝাড়ার punching bag! 😒
“বউকে দুইটা থাপ্পড় দিলে ঠিক থাকে!”
– যারা এখনো এই যুগে দাঁড়িয়ে এমন কথা বলেন, তাদের জন্য বলি- এই বুড়ো মানুষটাকে দেখুন, উনি ভালোবেসেই বউকে নিজের জীবনের গর্ব বানিয়ে ফেলেছেন।
বাস্তবতা হচ্ছে, ভালোবাসা মানে শুধু প্রেমের গল্প না, বিয়ে করে একজন নারীকে প্রতিদিন সম্মান দেওয়াটাই হলো আজকের দিনে সবচেয়ে বড় দায়িত্ব।
যারা এখনো লুঙ্গি কাঁছা মেরে “বউ কন্ট্রোলিং”-এর ওস্তাদ সেজে ঘোরেন, তাদের বলিছি-
একবার এই বুড়ো মানুষটার কাছে ভালোবাসার ক্লাসে ভর্তি হয়ে যান। বউকে সামান্য ভালোবেসে যে সম্মান পাবেন, সারাজীবন বউকে পিটিয়ে সেই সম্মান আপনি অর্জন করতে পারবেন না। 😊