অপেক্ষার ফল মিষ্টি হয়


অপেক্ষার ফল মিষ্টি হয়.. ৫০ বছর বয়সী রব্বানী চাচা ১৯ বছরের তরুণীকে বিয়ে করে তা প্রমাণ করলেন! 😂
বরিশালের লঞ্চ কেরানি গোলাম রব্বানী চাচা, যিনি ৩০ বছর ধরে ঝড়-বৃষ্টি-অন্ধকার উপেক্ষা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতেন।
কিন্তু এতদিন অন্যদের ঘর বাঁধতে বাঁধতে নিজের ঘর বাঁধার কথা যেন ভুলেই গিয়েছিলেন। আর অবশেষে ৫০ ছুঁইছুঁই বয়সে চাচা জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিলেন মাত্র ১৯ বছরের এক কচি মেয়েকে! চাচা আজ নিজেই জীবনের এক নতুন গন্তব্যে পা রাখলেন।
হ্যাঁ, অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, চাচার ক্ষেত্রে ফলটা বেশ রঙিনও! ফুলশয্যার ছবিগুলো দেখলেই বোঝা যায়, চাচা কিভাবে যত্ন আর ভালোবাসায় নতুন বউয়ের ঘরকে রাঙাতে চাচ্ছেন।
তবে চোখে পড়ছে আরও কিছু, মেয়েটির মুখে সেই আনন্দটা নেই। ভেতরে একটা সংশয়, একটা ভয়- “এই বুড়ো স্বামী কি আমায় সুখী করতে পারবে?” সম্ভবত সমাজ-পরিবারের চাপে পড়েই সে এই বিয়েটা মেনে নিয়েছে।
এই ঘটনাটি শুধুমাত্র ভাইরাল কন্টেন্ট না, বরং ভাববার মতো বিষয়। এই সমাজে এখনো এমন অনেক ‘অপেক্ষার ফল’ আছে, যা অন্য কারও জীবনের রঙ কেড়ে নেয়। 😒
ভালোবাসা কি শুধু বয়স বা টাকার উপর নির্ভর করে?
তবুও আমাদের দোয়া রইল এই দম্পতির জন্য, জীবনের শেষ গন্তব্য যেন হয় সুখ আর শান্তিতে ভরা।
চাচা যেভাবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন, আশা করি তিনিও একদিন তার স্ত্রীর হৃদয়ের ঠিকানায় পৌঁছাতে পারবেন।👌
ছবিগুলো দেখে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।
এই গল্প কি সত্যিই “Happy Ending”?
নাকি একটা ‘Forced Beginning’? 🧐