৫০ বছরের সিঙ্গেল লাইফ এর ইতি টানলেন প্রবাসী ফরিদ চাচা


৫০ বছরের সিঙ্গেল লাইফ এর ইতি টানলেন- প্রবাসী ফরিদ চাচা। 😁
ফরিদ চাচা পেশায় প্রবাসী, মনের দিক থেকে চিরতরুণ। দীর্ঘ ৫০ বছর সিঙ্গেল ছিলেন। জীবনের ভাঙাগড়ার মাঝে প্রেম বা বিয়ে তার কাছে ছিল অলীক স্বপ্নের মতো। কেউ বলেন “অযোগ্য”, কেউ বলেন “বুড়ো”, কেউ আবার বলেন “এই বয়সে বিয়ে হয় নাকি?” কিন্তু ভাগ্যও তো একদিন হাল ছাড়ে।
চাচা বিয়ে করলেন ২০ বছর বয়সী এক তরুণীকে। সমাজ যেটা দেখে ‘অসামাজিক’, আমরা সেটা দেখছি এক বৃদ্ধ হৃদয়ের স্বপ্নপূরণ!
এই পোস্টে আপনি হয়তো কৌতুক পাবেন, কারও চোখে এটি ‘ট্রেন্ডিং ট্র্যাজেডি’। তবে সত্যিটা হলো- প্রেম, বিয়ে বা জীবনসঙ্গী বেছে নেয়ার কোনো বয়স হয় না।
তাই দয়া করে পোস্টের ছবি দেখে মন্তব্য করবেন না, লেখাটি পড়ে বুঝে তারপর মতামত দিন। সদ্য বিবাহিত মুরুব্বী কাকুর আবেগকে বোঝার চেষ্টা করুন।
কেউ যদি আপনাকে “বুড়ো” বলে বিয়ে করতে না দেয়, চাচাকে মনে করুন। জীবন এখনো বাকি! 😌