বিশিষ্ট শিল্পপতি লুসাকা গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা হাফিজুর রহমান চাঁদগঞ্জ বৃক্ষ মেলায় গাছ বিতরণ করলেন


৭ জুলাই সোমবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষ মেলা-২০২৫ পরিদর্শন ও মতবিনিময় করেন এবং মেলায় আগত ব্যক্তিদের মাঝে বৃক্ষ বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি লুসাকা গ্রুপের চেয়ারম্যান এবং বিএনপি নেতা আলহাজ্ব হাফিজুর রহমান।
বিবিডিএস দিনাজপুরের নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোফাজ্জুল হোসেন। বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি’র আয়োজনে এবং ইসলামপুর স্টার ক্লাবের সহযোগিতায় ১৫ দিনব্যাপী বৃক্ষ ও শিশুদের বিনোদন মেলায় উপস্থিত এলাকাবাসীর সাথে মতবিনিময় করতে গিয়ে এবং উপকারভোগীদের মাঝে গাছ বিতরণ করতে গিয়ে বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান বলেন, গাছ পরিবেশ রক্ষা করে এবং গাছ বিপদের প্রকৃত বন্ধু। প্রতিটি মানুষের বছরে অন্তত ২টি করে গাছ লাগানো উচিত। আসুন আমরা বৃক্ষ রোপন করি এবং সবুজ দেশ গড়ি। সভাপতির বক্তব্যে বিবিডিএস দিনাজপুরের নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য এবং দেশে সবুজ বিপ্লব ঘটাতে গাছের বিকল্প নেই। বনজ, ফলদ, ঔষধী গাছের চারা লাগিয়ে দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে এই মেলা যথেষ্ট অবদান রাখবে।