ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার


বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযানে মোঃ মাহমুদ হাসান রাসেল (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং ধুনট উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত বারিকের ছেলে।
অদ্য ৬ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানায় একটি দায়িত্বশীল সূত্র।
তাঁর বিরুদ্ধে কী ধরনের মামলা রয়েছে এবং কেন তিনি আত্মগোপনে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে—তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।