শেখার জন্য ছুটে এলো নীলফামারী, নাটোর, নওগা পাবনা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে
রাজশাহীর জনপ্রিয় ফার্মেসি ও পল্লী চিকিৎসক প্রতিষ্ঠান ‘’–এর ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়


রাজশাহীর জনপ্রিয় ও নির্ভরযোগ্য স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘’–এর আয়োজনে অনুষ্ঠিত হলো পল্লী চিকিৎসা ও ফার্মেসি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ক্লাস।
শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এই আয়োজনে। শুধু রাজশাহী নয় — নীলফামারী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া থেকেও আগ্রহী তরুণ-তরুণীরা ছুটে এসেছেন হাতে-কলমে শেখার লক্ষ্যে।
🔹 সিরাজগঞ্জ থেকে আসা এক শিক্ষার্থী বলেন —
“আমি শেখার জন্যই এসেছি। শুধু নামেই কোর্স নয়, এখানে সত্যিকারের শেখানো হয় বলেই এত দূর থেকে এসেছি।”
📚 ওরিয়েন্টেশন ক্লাসে পাঠদান করেন প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও বাস্তবমুখী প্রশিক্ষকবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে ফার্মেসি ও স্বাস্থ্যসেবায় যুক্ত। তারা শিক্ষার্থীদেরকে কোর্সের কাঠামো, প্র্যাকটিস পদ্ধতি, প্রেসক্রিপশন হ্যান্ডলিং ও ফার্মেসি পরিচালনার বিষয়ে ধারণা দেন।
🎉 ক্লাস শেষে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার।
🎤 প্রতিষ্ঠানটির পরিচালক বলেন —
“আমাদের মূল লক্ষ্য শুধু শেখানো নয়, শেখানোর মাধ্যমে একজন মানুষকে স্বাবলম্বী করা।
আমরা এমনভাবে প্রশিক্ষণ দেই, যাতে একজন শিক্ষার্থী নিজের এলাকায় গিয়ে একটি ফার্মেসি বা ক্লিনিক পরিচালনা করতে পারেন।
যেখানে অনেকেই কোর্স চালায় কাগজের জন্য, আমরা সেখানে প্রতিটি শিক্ষার্থীকে বাস্তব অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলি।
আমাদের প্রতিটি ক্লাসে অভিজ্ঞতা, সেবা ও ভবিষ্যৎ আছে — আর এ কারণেই শতশত শিক্ষার্থী দূর দূরান্ত থেকে আমাদের কাছে শেখার জন্য আসে।”
📞 ভর্তি চলছে
আপনিও যদি হাতে-কলমে শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান, আজই যোগাযোগ করুন:
📱 01894699750