বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন

মোঃ শিহাব শেখ আবারো মুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২

এসএম সালমান হৃদয় বগুড়াঃ প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৩৭ পিএম | 179 বার পড়া হয়েছে
মোঃ শিহাব শেখ আবারো মুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২

মুরইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন মোঃ শিহাব শেখ। সততা, দক্ষতা ও মানুষের প্রতি নিষ্ঠাবান সেবার মনোভাব নিয়ে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করেন। তার এই যোগ্যতার স্বীকৃতি স্বরূপ ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বারের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে।

তার কার্যকালীন সময়ে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ এবং শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা পালন করেছেন তিনি। সেইসাথে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়নে রেখেছেন কার্যকর ভূমিকা।

চেয়ারম্যান মাওলানা আব্দুস জলিল মৃত্যুবরণ করলে প্যানেল চেয়ারম্যান-১ ইমদাদুল হক সাময়িকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। কিন্তু পরবর্তীতে নানা অনিয়ম ও বিতর্কের কারণে প্রশাসনের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।