দুই দফা দাবিতে চন্দ্রপুর বাজারে ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কুরআন অবমাননার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতা বারহাট্টার উদ্যাগে মাওলানা ছাইদুল হক সাহেবের সভাপতিত্বে ও মাওলানা আরমান হোসেন বাক্কীর পরিচালনায় আজ বাদ যোহর বড়মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বারহাট্টা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একে খান দাখিল মাদরাসার সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন‚ মুসলমান হিসেবে কুরআনের অবমাননা আমরা সহ্য করতে পারিনা। ধর্মদ্রো*হীদের দ্রুত গ্রেফতার করতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলার অবনতি হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
এসময় কুরআনের পক্ষে প্রতিবাদকারীদের মিথ্যা মামলা, হুমকি, ধমকি দিয়ে যাচ্ছে। এতে প্রশাসনের নিরব ভুমিকায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে। এছাড়াও বক্তারা তৌহিদী জনতাকে ১৯ নভেম্বর অবরোধ কর্মসূচিসহ প্রত্যেকটি কর্মীসূচি সুশৃঙ্খলভাবে পালন করার আহবান জানান
বক্তব্য রাখেন বারহাট্টা বড় মসজিদের ইমাম ও হেফাজতে ইসলাম বারহাট্টার সহসভাপতি মাওলানা ছাইদুল হক, উপজেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, গোপালপুর শাহী মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, জীবনপুর দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম, একে খান মসজিদের ইমাম মাওলানা মোরশেদ আহমদ, বারহাট্টা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, একেখান দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুল কাদির, বারহাট্টা হেফাজতের যুগ্ম সম্পাদক মুফতি ফেরদাউসুর রহমান ডহরপুরী, প্রখ্যাত ওয়েজ মাওলানা মুজিবুর রহমান বেলালী প্রমূখ
সর্বস্তরের তৌহিদী জনতার মানববন্ধনে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাও: জসিমউদ্দীন তালুকদার, বারহাট্টা উপজেলা জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মুফতি হেলাল উদ্দিন, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন, খাদিজাতুল কোবরা মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল হান্নান, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ বারহাট্টার সেক্রেটারি মুফতি রেজাউল, বারহাট্টা যুব মজলিসের সভাপতি হাফেজ সালমান আহমেদ, বারহাট্টা সদর যুব জমিয়তের সভাপতি, মুফতি মিজানুর রহমান, বারহাট্টা উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক হাফেজ মুবারক উল্লাহ, বারহাট্টা উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক দীন মুহাম্মদ শিপন, ব্রীজপার মসজিদের ছানী ইমাম হাফেজ আব্দুল হালীম, জুবায়ের আহমদ, মোশাহিদ আহমদ প্রমুখ