খন্দকার আউয়াল হোসেন (টাঙ্গাইল)
ভূঞাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন


নারী ও শিশুর অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রত্যয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আজ (বুধবার) উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫।
“কন্যা শিশু এগিয়ে চলুক, দেশ গড়ার শপথ হোক” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ. কে. এম. রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপদ শৈশব, শিক্ষা, স্বাস্থ্য, ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, কন্যা শিশুরা দেশের ভবিষ্যৎ— তাদের প্রতি যত্ন, ভালোবাসা ও সুযোগই একদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের শিখরে।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কন্যা শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও সচেতনতামূলক বক্তব্যে মুখরিত হয় উপজেলা মিলনায়তন।
ভূঞাপুর উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।