বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

মোঃ খোরশেদ আলম লালন, স্টাফ রিপোর্টার

জনপ্রিয়তার শীর্ষে ইসফা খাইরুল হক শিমুল

মোঃ খোরশেদ আলম লালন, স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:২৯ পিএম | 54 বার পড়া হয়েছে
জনপ্রিয়তার শীর্ষে ইসফা খাইরুল হক শিমুল

সংসদীয় আসন ৫৬, রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর‌ ।
দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই আসনে বিএনপির জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে ছিল ।এই আসনে সবশেষ তথ্য মতে মোট পুরুষভোটার: ১,৬৯,১৪৫ নারী ভোটার:১,৬৮,০৫৫
তৃতীয় লিঙ্গ ভোটার: ৪
সবশেষ‌ এই আসনের সংসদ সদস্য ছিলেন আব্দুল ওয়াদুদ দ্বারা। কিন্তু ৫ই আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পরে এই আসনটি শূন্য হয়ে যায় । ফলে ভোটের মাঠে জামাত-বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে ।
অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ।
ফলে ভোটের মাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল।জাতীয়তাবাদী দল বিএনপি’র এখনো কোন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি,ফলে বিভিন্ন নেতাকর্মী উপজেলা জুড়ে ব্যানার ফেস্টুন মিটিং মিছিল সহ বিভিন্ন উপায়ে নিজেদের মধ্যে সুন্দর সুসম্পর্ক উন্নয়ন বিষয়ক পরামর্শ দিচ্ছেন। জনপ্রিয়তার দিক দিয়ে সবার শীর্ষে জনদরদী এই নেতা ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এই আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ দিলে জনগণের আশা পূরণ হবে।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে অনেক মামলার আসামি ছিলেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় এক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ সে বলেন আমি গিয়েছিলাম সেখানে তার জনপ্রিয়তা দেখে আমি মুগ্ধ । দোয়া করি এমন ভালো নেতা যেন প্রতিটি আসনে তৈরি হয়। এই আসনে তার জনপ্রিয়তার শীর্ষে আছেন, আমরাও চাই পুঠিয়া দুর্গাপুর রাজশাহী-৫, আসনে এমপি হিসেবে ।

পুঠিয়া দুর্গাপুরের মানুষ আমাকে যোগ্য মনে করে জনপ্রিয়তার শীর্ষে রেখেছেন। আমিও চাই তাদের সুখে-দুঃখে পাশে থাকতে । আমি আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাই। আমি এমপি হলে পুঠিয়া দুর্গাপুরের ব্যাপক উন্নয়ন করা হবে।

বাবার জীবন দর্শন,আদর্শ ছিল বিএনপির রাজনীতি করে সারা জীবন অতিবাহিত করেছেন। আমার পরিবার বিএনপির রাজনীতির আদর্শ পরিবার। এই আসনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। যদি দলের কেন্দ্রীয় নেতা হাইকমান্ড আমাকে যোগ্য মনে করেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি এই আসন থেকে নির্বাচন করব।
দীর্ঘদিন নির্যাতনের শিকার আমার পরিবার আমি সহ সেই দিক দেখে ত্যাগী নেতা হিসেবে, মহোদয় তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন, জন সেবা করতে এই আসনের মনোনয়ন পাওয়ার একান্ত দৃষ্টি কামনা করছি ।জনগনের আস্থা ভালোবাসা চাওয়া পাওয়া উন্নয়নে ব্যাপক পরিবর্তন করতে আমাকে এই আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন বাজার,গ্ৰাম, ওয়ার্ড পর্যায়ে ঘুরে ইতিমধ্যে এই নেতার সুনাম ও জনপ্রিয়তায় মানুষ মুগ্ধ। হাজার হাজার মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে এমপি হিসেবে তাকেই চাই। এই আসনের জনগণের একটাই দাবি জনগনের সার্বিক উন্নয়নের জন্য একটি বার ইসফা খাইরুল হক শিমুলকে চাই। দলের নীতি নির্ধারকরা দলীয় মনোনয়ন মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ দেন এই প্রত্যাশা।

মোঃ জিয়াউল হক, স্টাফ রিপোর্টার

বারহাট্টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ জিয়াউল হক, স্টাফ রিপোর্টারv প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:২০ পিএম
বারহাট্টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দুই দফা দাবিতে চন্দ্রপুর বাজারে ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কুরআন অবমাননার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতা বারহাট্টার উদ্যাগে মাওলানা ছাইদুল হক সাহেবের সভাপতিত্বে ও মাওলানা আরমান হোসেন বাক্কীর পরিচালনায় আজ বাদ যোহর বড়মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বারহাট্টা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একে খান দাখিল মাদরাসার সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন‚ মুসলমান হিসেবে কুরআনের অবমাননা আমরা সহ্য করতে পারিনা। ধর্মদ্রো*হীদের দ্রুত গ্রেফতার করতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলার অবনতি হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
এসময় কুরআনের পক্ষে প্রতিবাদকারীদের মিথ্যা মামলা, হুমকি, ধমকি দিয়ে যাচ্ছে। এতে প্রশাসনের নিরব ভুমিকায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে। এছাড়াও বক্তারা তৌহিদী জনতাকে ১৯ নভেম্বর অবরোধ কর্মসূচিসহ প্রত্যেকটি কর্মীসূচি সুশৃঙ্খলভাবে পালন করার আহবান জানান

বক্তব্য রাখেন বারহাট্টা বড় মসজিদের ইমাম ও হেফাজতে ইসলাম বারহাট্টার সহসভাপতি মাওলানা ছাইদুল হক, উপজেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, গোপালপুর শাহী মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, জীবনপুর দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম, একে খান মসজিদের ইমাম মাওলানা মোরশেদ আহমদ, বারহাট্টা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, একেখান দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুল কাদির, বারহাট্টা হেফাজতের যুগ্ম সম্পাদক মুফতি ফেরদাউসুর রহমান ডহরপুরী, প্রখ্যাত ওয়েজ মাওলানা মুজিবুর রহমান বেলালী প্রমূখ

সর্বস্তরের তৌহিদী জনতার মানববন্ধনে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাও: জসিমউদ্দীন তালুকদার, বারহাট্টা উপজেলা জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মুফতি হেলাল উদ্দিন, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন, খাদিজাতুল কোবরা মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল হান্নান, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ বারহাট্টার সেক্রেটারি মুফতি রেজাউল, বারহাট্টা যুব মজলিসের সভাপতি হাফেজ সালমান আহমেদ, বারহাট্টা সদর যুব জমিয়তের সভাপতি, মুফতি মিজানুর রহমান, বারহাট্টা উপজেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক হাফেজ মুবারক উল্লাহ, বারহাট্টা উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক দীন মুহাম্মদ শিপন, ব্রীজপার মসজিদের ছানী ইমাম হাফেজ আব্দুল হালীম, জুবায়ের আহমদ, মোশাহিদ আহমদ প্রমুখ

চেক প্রতারণা: তাড়াশে প্রধান শিক্ষিকার কারাদন্ড

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:১৮ পিএম
চেক প্রতারণা: তাড়াশে প্রধান শিক্ষিকার কারাদন্ড

চেক প্রতারণার পৃথক তিনটি মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চক জয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ মহলকে তিন বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে সমপরিমান টাকা ফেরতের অর্থদন্ড দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মিশকাত শুকরানা এই কারাদন্ডের আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি দেলোয়ার হোসেন মন্টু বলেন পৃথক তিনটি মামলায় আদালত আজ মমতাজ মহলকে এক বছর করে মোট তিন বছরের কারাদন্ড দিয়েছেন। একই সঙ্গে সমপরিমান টাকা ফেরতের অর্থদন্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার থেকে জানাগেছে, প্রধান শিক্ষিকা মমতাজ মহল সাংসারিক কাজে বিশেষ টাকার প্রয়োজন হওয়ায় তাড়াশ উপজেলা সদরের রাম চন্দ্র কর্মকারের ছেলে খোকন চন্দ্র কর্মকারের নিকট হতে ২০২২ সালের ২৩ জুন তারিখে ২০ লাখ টাকা, তাড়াশ উপজেলার শ্রী কৃষ্ণপুর গ্রামের ভাষা শেখের ছেলে ইসমাইল হোসেনের নিকট থেকে ২০২২ সালের ১৮ জুলাই তারিখে ৫ লাখ টাকা ও তাড়াশ উপজেলা সদরের খিদির চন্দ্র সাহার ছেলে রতন কুমার সাহার নিকট থেকে ২০২২ সালে ২০ লাখ টাকা হাওদাত গ্রহন করেন। পাওনা টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করার কথা ছিলো।

নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে ব্যর্থ হন মমতাজ মহল। পরবর্তীতে মামলার বাদীদের তাড়াশ শাখার পূবালী ব্যাংক ও সোনালী ব্যাংকের একটি করে ভুয়া চেক দেন। ব্যাংকে চেক গুলো জমা দেয়া হলে তা প্রত্যাখ্যাত হয়, কারণ আসামির একাউন্টে পর্যাপ্ত অর্থ ছিল না। ফলে অভিযোগকারীরা আদালতে চেক প্রতারণার মামলা দায়ের করেন।

আজ আদালতের বিচারক মমতাজ মহলকে পৃথক তিনটি মামলায় ৩ বছরের কারাদন্ড ও সমপরিমাণ টাকা ফেরতের নির্দেশ দেন।

অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ডাসারে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার

অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধিv প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৮ পিএম
ডাসারে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার-(৪২), তার সহযোগী অহিদ হাওলাদার-(৩০) ও সোহেল মাতুব্বর-(৩২)কে গ্রেফতার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ। গ্রেফতারকৃত মুকুল হাওলাদার সদর উপজেলার কেন্দুয়া এলাকার গাজিরচর গ্রামের রেজ্জেক হাওলাদারের ছেলে ও অহিদ হাওলাদার একই গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সোহেল মাতুব্বর একই এলাকার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে। আজ বুধবার ভোররাতে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই আসামীদেরকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার, তার সহযোগী অহিদ হাওলাদার ও সোহেল মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিভিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার কোমলাপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। পরে মুন্নি বেগম নামে একজন ভূক্তভোগী বাদি হয়ে গ্রেফতারকৃত ওই আসামীসহ ১০জনের নামে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজন আসামীকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।