রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের রাজনীতিঃ

আওয়ামী-ফ্যাসিবাদ কায়েমে জাতীয় পার্টির ভূমিকা

মোঃ আব্দুল কাদের , শিক্ষক ও গবেষক প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২৪ পিএম | 283 বার পড়া হয়েছে
আওয়ামী-ফ্যাসিবাদ কায়েমে জাতীয় পার্টির ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সর্বদাই দ্বন্দ্ব, সংগ্রাম ও ক্ষমতার পুনঃবন্টনের এক নাট্যশালা। ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে শুরু করে সামরিক শাসন, গণআন্দোলন, নির্বাচন-কেন্দ্রিক সংঘাত — প্রতিটি ধাপেই দেশটির রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কোনো না কোনোভাবে চ্যালেঞ্জের মুখামুখি হয়েছে। কিন্তু বিগত কয়েক দশকে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনটি সবচেয়ে গভীর এবং আলোচিত হয়ে উঠেছে, তা হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের ধারা, যাকে অনেক বিশ্লেষক ‘আওয়ামী ফ্যাসিবাদ’ বলে অভিহিত করছেন। এ ফ্যাসিবাদ শুধু প্রশাসনিক ও রাজনৈতিক দমন নয়, বরং একটি রাজনৈতিক জোট-প্রক্রিয়াও বটে যেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি (জাপা)। এবার বিশ্লেষণ করা যাক, কীভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী প্রকল্প বাস্তবায়নে সক্রিয় বা নীরব সহযোগী হয়েছিল এবং এর রাজনৈতিক-গণতান্ত্রিক পরিণতিই বা এখন কেমন।
জাতীয় পার্টির রাজনৈতিক উৎপত্তি এক সামরিক শাসকের হাত ধরে— হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পর এরশাদ ১৯৮২ সালে সামরিকভাবে ক্ষমতা গ্রহণ করে ১৯৮৬ সালে ‘গণতন্ত্রের ফিরিস্তি’ দিতে গিয়ে জাতীয় পার্টি গঠন করেন। তার শাসনামল ছিল একদিকে আমলাতান্ত্রিক উন্নয়নের প্রচার, অন্যদিকে রাজনৈতিক বিরোধী কণ্ঠ দমন এবং সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণে এক নিপীড়নমূলক কাঠামো। ১৯৯০ সালের গণআন্দোলনের ফলে এরশাদের পতন হলেও জাতীয় পার্টি রাজনৈতিকভাবে নির্মূল হয়নি; বরং একটি মধ্যম পন্থী ‘কিংস পার্টি’র ভূমিকা পালনের মাধ্যমে বারবার ক্ষমতার কাছে থেকে গেছে। ২০০৮ সালের পর থেকে তাদের এই ভূমিকাই আবার নতুন মাত্রা লাভ করে।
২০০৮ সালের নির্বাচন আওয়ামী লীগের জন্য ছিল একটি পুনর্জন্মের সুযোগ, যেখানে দলটি দু-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। এরপর থেকে দেশের রাজনৈতিক চেহারাই পাল্টে যায়। একদিকে ছিল যুদ্ধাপরাধের বিচার, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, সুশাসনের প্রতিশ্রুতি; অন্যদিকে শুরু হয় বিরোধী দল দমন, মিথ্যা মামলা, গুম-খুন, বিরুদ্ধ মতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ। অনেক বিশ্লেষক এই সময়কালকে ‘নতুন কর্তৃত্ববাদ’ বা ‘হাইব্রিড রেজিম’ নামে অভিহিত করেছেন। বিশেষ করে Freedom House, Economist Intelligence Unit, এবং V-Dem Institute- এর মতামত অনুসারে, বাংলাদেশ তখন অনেকাংশে স্বৈরাচারী রাষ্ট্রের সূচকে অবস্থান করছিল।
এই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির ভূমিকা ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়ল শ্রেণির মতো। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন ছিল একটি মোড় পরিবর্তনের মুহূর্ত। বিএনপিসহ অধিকাংশ দল সেই নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের গণতান্ত্রিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। অথচ জাতীয় পার্টি শেষ পর্যন্ত অংশ নেয়, এমনকি তাদের অনেকে একদিকে বিরোধী দল হিসেবে সংসদে জায়গা করে নেয়, আবার অন্যদিকে মন্ত্রিসভায় শপথ নেয়। এটি ছিল একটি অভিনব রাজনৈতিক নাটক— যেখানে একটি দল সরকারেও আছে, আবার বিরোধী দল হিসেবেও সংসদে বিরাজ করছে। এই দ্বৈত ভূমিকা রাজনৈতিক বিজ্ঞানী Giovanni Sartori- এর “pseudo-opposition” বা ছদ্ম বিরোধী দলের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
জাতীয় পার্টির এই দ্বৈত নীতি কেবল মাত্র রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য নয়, বরং এক গভীর রাজনৈতিক পরিকল্পনার অংশ। এ ধরনের ‘অনুগত বিরোধী দল’ রাখার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজের কর্তৃত্বকে চ্যালেঞ্জহীন করতে পেরেছিল। কারণ, প্রকৃত বিরোধী দল গঠনে যেখানে প্রয়োজন হয় আদর্শ, আন্দোলন, ত্যাগ ও নেতৃত্ব, সেখানে জাতীয় পার্টি ছিল ‘কার্যকর নিরপেক্ষতা’র প্রতীক— যা ক্ষমতাসীন দলের জন্য আদর্শ বিরোধী কাঠামো।
একটি গবেষণায় দেখা গেছে, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদীয় কার্যক্রমে জাতীয় পার্টির বক্তব্যের ৮০ শতাংশই ছিল সরকারপন্থী। তাদের বক্তৃতায় সরকারের সমালোচনার চেয়ে সরকারের প্রশংসাই বেশি দেখা গেছে। অন্যদিকে সংসদে বিএনপি বা অন্যান্য বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদ কার্যত একমুখী হয়ে পড়ে। রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় এটি ছিল ‘rubber-stamp parliament’— যেখানে সংসদীয় গণতন্ত্রের মৌলিক চেতনাই হারিয়ে যায়।
জাতীয় পার্টির ভূমিকার আরেকটি দিক হলো রাজনৈতিক পরিসরে বিকল্প শক্তিকে নিয়ন্ত্রণে রাখা। তারা অনেক সময় বিরোধী দলীয় রাজনীতির নামে একটি ‘ভয়ের পরিবেশ’ তৈরি করে, যাতে করে জনগণের আসল বিরোধী শক্তির প্রতি আগ্রহ বা আস্থা তৈরি না হয়। জাতীয় পার্টির মধ্যে দিয়ে বিরোধী রাজনীতিকে ‘institutionalize’ করার এই কৌশলটি মূলত ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী পরিকল্পনার অংশ হিসেবেই কার্যকর হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে। রাজনীতি এখন আর জনগণের অধিকার আদায়ের হাতিয়ার নয়, বরং হয়ে উঠেছে একটি সুবিধাভোগী শ্রেণির মধ্যে ক্ষমতা ভাগাভাগির মাধ্যম। জাতীয় পার্টির মতো দলগুলো যখন এই কাঠামোর অংশ হয়ে পড়ে, তখন রাজনীতিতে মতবিনিময়ের জায়গা সংকুচিত হয়, গণতন্ত্র হয় একমুখী এবং বিরোধী কণ্ঠ হয় প্রহসনের অংশ।
এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো— জাতীয় পার্টি আদৌ কি বিরোধী দল? তারা কি সরকারবিরোধী কোনো গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছে? তারা কি সংসদে সরকারের নীতির বিরোধিতা করেছে? কিংবা তারা কি কখনো জনগণের মৌলিক অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে? উত্তর হলো— না। বরং তারা বরাবরই একটি ঘূর্ণায়মান দরজার মতো, যা সরকারের চাহিদা অনুযায়ী কখনো বিরোধী দলের ছদ্মবেশ নেয়, কখনো সরকারে অন্তর্ভুক্ত হয়।
উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে দেখা যায়, গণতন্ত্রের জন্য শুধুমাত্র নির্বাচনই যথেষ্ট নয়। প্রাতিষ্ঠানিক শক্তি, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা, শক্তিশালী বিরোধী দল ও মিডিয়া— এসবই গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। কিন্তু জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যকার এই ছদ্ম বিরোধী সম্পর্ক রাজনৈতিক ভারসাম্যকে দুর্বল করেছে, বিরোধী কণ্ঠকে বিকল করেছে, এবং দেশের রাজনৈতিক পরিসরকে সংকুচিত করে একটি প্রহসনমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
পরিশেষে বলা যায়, ‘আওয়ামী ফ্যাসিবাদ’ কায়েমের অভিযানে জাতীয় পার্টির ভূমিকাকে নিছক সহযোগিতা বলা যাবে না। বরং এটি ছিল একটি পূর্বপরিকল্পিত ও কৌশলগত অংশীদারিত্ব। এই অংশগ্রহণ গণতন্ত্রের জন্য এক ধরনের ব্যাধি, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তাইতো, আজ জাতীয় পার্টি পল্লী বন্ধুর স্থলে বাংলাদেশের শত্রুতে পরিনত হয়েছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জাপার এহেন করুন অবস্থা থেকে শিক্ষা নেয়া উচিত।

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম
রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এবং পুনরায় তদন্ত পূর্বক শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত আবেদনকারীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে,অনিয়মের মাধ্যমে যাচাই-বাছাইয়ে বাদ পরা ব্যাক্তিদের সুকৌশলে ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও অনেকেই এই নিয়োগপ্রাপ্ত হন।নিয়োগ পাওয়ার যোগ্য অনেক ব্যক্তিকে সুকৌশলে বাদ দিয়ে নিয়ম বহি:ভূর্ত বাহিরের অনেক কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।ডিলার নিয়োগে এহেন বৈষম্যরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় তদন্ত সাপেক্ষে লটারির আহবান জানান বঞ্চিত আবেদনকারীগণ।

রোববার দুপুরে ১২:০০ টা উপজেলা পরিষদ চত্ত্বরের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,আব্দুল মোত্তালেব,আজিজুল ইসলাম,ফখরুল ইসলাম, রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম,রোকেয়া বেগম,দৌলত হোসেন,আব্দুল লতিফ,সেকেন্দার আলী লিমন,হান্নান মিয়া আব্দুল লতিফ বাবলুসহ আরও অনেকে।

হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম
হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুরু হয়েছে বিভিন্ন মাঠের পাট কাটা। তবে খালবিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সংকটে পড়েছেন চাষিরা। রাস্তার পাশে খাল ও পুকুরের পানি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এতেই বিপাকে পড়েছেন কৃষকরা।

পাট চাষিরা জানান, হরিপুরে উপজেলায় দুটি বড় বিলের পাশে পানি না থাকার কারণে পাট পচানো সমস্যা হয়েছে । পানি সরাসরি বিলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় পাটের জাগ নিয়ে সংকট দেখা দিয়েছে।

পাট চাষি মো. আবদুল মালেক ও সারোয়ার হোসেন বলেন খালবিলে, নদীনালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেওয়ার জায়গাও নেই। এখন আমরা পাট নিয়ে সংকটে পড়েছি। এজন্য হরিপুর উপজেলায় পার্শ্ববর্তী বিলে আমরা পাট জাগ দিয়েছি।

সমির হোসেন নামে আরেকজন বলেন, বৃষ্টিতে পাটক্ষেতে অল্প পানি জমেছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। ক্ষেতে বেশি পানি হলে পাটের গোড়া পচন ধরত না। ক্ষেতের পাট ক্ষেতেই জাগ দেওয়া যেত। এখন পিকআপ ও ভ্যান ভাড়া করে পাট জাগ দিতে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

মিনাপুর গ্রামের সারোয়ার হোসেন বলেন, আমাদের হরিপুর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, এ বছর হরিপুরে ৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জায়গায় পাটের আবাদ হয়েছে। পানি না থাকায় পাটের জাগ দেওয়া নিয়ে সমস্যা পড়ছেন কৃষকরা। কেউ কেউ পুকুরে নদীতে পাটের জাগ দিচ্ছে।

সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৪ পিএম
সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

”আমার সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে”
যখন আশেপাশে শুনি —
“এটা তো সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরো”
“তুমি কেন এত ভাবছো? সব ঠিক হয়ে যাবে”
“এটা তো সম্পর্কের অংশ, মানিয়ে নিতে হবে”
তখন সেই শূন্যতা কোথায় যাবে?
হুরায়রা কনসালটেন্সি এমন একটা জায়গা,
যেখানে আপনি আপনার সম্পর্কের টানাপোড়েন খুলে বলতে পারেন,
কেউ আপনাকে ছোট করবে না,
কেউ আপনাকে দোষী মনে করবে না।
আমরা জানি, সম্পর্কের মাঝে এই অনিশ্চয়তা অনেক সময় ভয়াবহ হতে পারে,
আপনি একা নন,
আমি হুরায়রা শিশির এবং আমার টিম পাশে আছি।
চলুন, একসাথে চেষ্টা করি কিভাবে একটু একটু করে ভালো থাকা যায়।

error: Content is protected !!