হরিপুরে , সীমান্তবর্তী এলাকায় ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় বিজিবি কতৃক ১০বাংলাদেশী নাগরিক আটক


ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ মে) সকাল১১:৩০ ঘটিকায় হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে দিনাজপুর ৪২ ব্যাটেলিয়ান অধিনস্হ চাপাসার বিওপি দায়িত্বপূর্ণ পিলার ৩৪৭/৬ এস এর নিকট দিয়ে বাংলাদেশের অভ্যান্তরে হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের ভাতুড়িয়া নামক সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি টহলদল দল এর প্রচেষ্টায় ভারত হতে অবৈধ ভাবে বাংলাদেশে পারাপারের সময় উক্ত ১০জন ব্যাক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকৃত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২২), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪১), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সেদেম চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২২), বিরল উপজেলার সাংশনদিয়া এলাকার মৃত মসলিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়উল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (৩২), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মোসলেম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আবজাল হোসেন(২৫) ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সন্তোষ(২৭)বর্ডার গার্ড বাংলাদেশ ।দিনাজপুর ব্যাটালিয়ন ৪২বিজিবি প্রেস ব্রিফিংয়ে জানান,উক্ত আটককৃত ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কাজের সন্ধানে বিগত ৭বছরে বিভিন্ন সময় দালালদের মাধ্যমে বাংলাদেশ হতে ভারতে অবৈধ ভাবে গমন করেছিল এবং ভারতীয় দালালদের সহযোগিতায় কাটাতারের বেড়ার নিচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশ করে। উল্লেখ্য আটককৃত ব্যাক্তিদের জাতীয় পরিচয় পত্র যাচাই বাছাইয়ের পর বাংলাদেশের নাগরিকত্ব সঠিক হওয়ায় ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।