ভালো থাকুক দুনিয়ার সকল মায়েরা ❤💚


খালেদা জিয়া: আর কতক্ষণ দাঁড়ায় থাকবা?
তারেক রহমান: এই তো তুমি ভেতরে ঢুকে গেলে, জায়মা চলে আসলে আমি চলে যাব।
খালেদা জিয়া ইশারায় জায়মাকে ডেকে বললেন, বাবার দিকে খেয়াল রেখো।
এয়ারপোর্টে ঢুকে যাওয়ার সময় আশেপাশের দাঁড়ানো লোকজনের উদ্দ্যেশ্যে বললেন, তোমরা ভাইয়ার দিকে খেয়াল রেখো।
খালেদা জিয়া সোজা হয়ে বসে থাকতে পারেন না। তাই উনার কোমড় হুইল চেয়ারে বেল্ট দিয়ে বাঁধা। ডান হাতটা প্যারালাইজড, ঠিকমত উঠাতে পারেন না। হাতটা পেছনের উল্টানো। ডাক্তাররা বলেছেন, উনাকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তাতে এই লাইফটা উনার জন্য কাইন্ড অফ বোনাস লাইফ।
এই অসুস্থ অবস্থায়ও মা ভাবছেন তার সন্তানকে নিয়ে।
মায়েদের মন বুঝি এমনই। দুনিয়ার সকল মায়া সম্ভবত মায়েদের অন্তরে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন।