সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জম্মু-কাশ্মীরে ৩ ভারতীয় সৈন্য নিহত

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১:২৮ পিএম | 29 বার পড়া হয়েছে
জম্মু-কাশ্মীরে ৩ ভারতীয় সৈন্য নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন।

রোববার (৪ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সৈন্যরা হলেন- অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার গিড়িখাতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলাবাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে চিকিৎসক রিয়াজ মৃধার বাড়িতে ডাকাতি

মাইনুল ইসলাম রাজু প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:১৮ পিএম
আমতলীতে চিকিৎসক রিয়াজ মৃধার বাড়িতে ডাকাতি

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই ঘটনা ঘটে। ডাকাতদল চিকিৎসকের বৃদ্ধা মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবিকে বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এতে মা ও ফুফু আহত হয়েছে।

সোমবার (৫ মে) সকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ডা. রিয়াজ উদ্দিন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার হিসেবে কর্মরত আছে। বর্তমানে ঢাকায় ট্রেনিং রয়েছেন।

স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডা. রিয়াজ উদ্দিন মৃধার বৃদ্ধ বাবা মো. রফিকুল ইসলাম মৃধা গত ২৯ এপ্রিল হজ্বের উদ্দেশ্যে সৌদিআরব গিয়েছেন। বাড়িতে ছিলেন তার মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি। এই সুযোগে রবিবার গভীর রাতে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল বাড়ির পাকা ভবনের পূর্ব পাশের একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা বৃদ্ধা নুরজাহান বেগম ও জয়গুন বিধিকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে মারধর করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে তছনছ করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ডা. রিয়াজ উদ্দিন মৃধা মুঠোফোনে বলেন, তার বাবা হজ্বে গিয়েছেন। বাড়িতে শুধু তার মা ও ফুফু ছিলেন। রবিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার মা ও ফুফুকে বেঁধে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সুখানপুকুরে বাড়িঘর ভাংচুর,লুটপাট,মারপিটে আহত -৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৫:১১ পিএম
সুখানপুকুরে বাড়িঘর ভাংচুর,লুটপাট,মারপিটে আহত -৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ (০৫ মে সোমবার) বগুড়ার গাবতলীধীন সুখানপুকুর কেসবের পাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের যে ধরে বাড়িঘর ভাংচুর, স্বর্ণ লুটপাট, মারপিটে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় গাবতলী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কেশবের পাড়া গ্রামে মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কেশবের পাড়া গ্রামের মুকুল মিয়া ক্রয় কৃত জমি নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চলছিল । উক্ত সম্পত্তি নিয়ে আদালত থেকে বিবাদীগণের প্রতি অস্থায়ী নিষেধাজ্ঞ জারি হয়। গত ২ মে সকাল ১০.১০ মিনিটে বিবাদীগণ কোর্টের আদেশ অমান্য করে উক্ত জমিতে থাকা টিনের ঘর ভাংচুর করে। এতে মুকুল মিয়া ও তার পরিবারবর্গ নিষেধ করলে বিবাদীগণ আনিছা বেগব,মুকুল মিয়া,ইয়াকুব, মিলু, তহমিনা আক্তার কে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় বিবাদীরা অনিছা বেগমের গালায় থাকা স্বর্ণের চেন ও হাতের বালা নেয় যাহার মূল্য ২৫০০০০ হাজার টাকা, বাড়ির বারান্দার গ্রিল, জানালা, মেইন গেট ভাংচুর করে ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আহতদের মধ্যে ইয়াকুব ও মিলুর অবস্থা আশঙ্কাজন তাদের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ মে মুকুল মিয়ার স্ত্রী আনিসা বেগম বাদী হয়ে একই গ্রামের শফিকুল ইসলাম(৪৫) পিতাঃ মৃত ইব্রাহিম , আয়েশা বেগম(৩৮) স্বামীঃ শফিকুল, আলিফ(১৮) পিতাঃ শফিকুল, মিঠু(৪০), রজব(৩৫), শাকিল(৩০), মিদুল(৩৮) সর্ব পিতাঃ মোঃ মোজাম ,রমজান আলী(২৫)পিতাঃ মোতালেব, রায়হান(২০), পিতাঃ রঞ্জু সহ আর অজ্ঞাত ৬/৭ জনকে অভিযুক্ত করে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মামলার ব্যাপারে মুকুল এবং আনিশা বেগমের সাথে মুঠোফোনে কথা বললে তারা জানান অভিযুক্ত শফিকুল এক জন আওয়ামী লীগের কর্মী হওয়ায় স্থানীয় কিছু আওয়ামীলীগের দোশর তাদের এখনো ভিভিন্ন ভাবে প্রাণনাশের সে হুমকি দিয়ে যাচ্ছে এবং তাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। বর্তমানে বাদী আনিসার পরিবারের সদস্যগণ অনিরাপত্তাই রয়েছেন বলে জানান। তারা প্রশাসনের কাছে এই নেককারজনক ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চান।

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৪:১০ পিএম
প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন।

সোমবার (৫ মে) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন পেশ করে এই কমিশন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বেলা ১১টা ৪৫ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ১৭ নভেম্বর জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠিত হয়। এ কমিটিতে বিভিন্ন খ্যাতনামা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক আমলা এবং একজন ছাত্র প্রতিনিধি রয়েছেন।

error: Content is protected !!