বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আমতলীর ইউএনওর নাগরিক সংবর্ধনায় নিজেও কাঁদলেন উপস্থিত অন্যদেরকেও কাঁদালেন

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৬:৫৯ পিএম | 57 বার পড়া হয়েছে
আমতলীর ইউএনওর নাগরিক সংবর্ধনায় নিজেও কাঁদলেন উপস্থিত অন্যদেরকেও কাঁদালেন

বরগুনার আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের পদোন্নতি জনিত বদলীতে এক নাগরিক সংবর্ধনায় তিনি নিজে কাঁদলেন উপস্থিত অন্যদেরকেও কাঁদালেন। এসময় হলরুম জুরে পিনপতন নিরবতার মধ্যে অনুষ্ঠান শেষে শুধু একে অপরের দিকে তাকিয়ে চোঁখের পানিতে বিদায় জানিয়েছেন সকলের প্রিয়জন মানবতার ফেরিওয়ালাকে। এরকম এক হৃদয় বিদারক ঘটনা ঘটে সোমবার দুপুর ১২টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে।

সোমবার দুপুরে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের পদোন্নতি জনিত বদলীর কারনে উপজেলা পরিষদের হলরুমে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজন, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহবায়ক কবির উদ্দিন ফকির, ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী, জামায়াতে ইসলাম বাংলাদেশ আমতলী শাখার সাবেক সেক্রেটারী মো. আব্দুল মালেক, সাংবাদিক জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, জসিম উদ্দিন হাওলাদার, রেজাউল করিম, সোহাগ বিশ^াস, বকুলনেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আকতার, চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, জাতীয়তাবাদী মাধ্যমিক শিক্ষক ফোরামের আহবায়ক মো. দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ, উপজেলা এতিমখানা সমিতির সভাপতি মাওলানা মোকছেদুল্লাহ, পৌর যুবদল সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

এর আগে রবিবার সন্ধ্যায় আমতলী পৌরসভা কার্যালয়ের হলরুমে পৌরপ্রশাসক ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পৌরসভার সচিব মো. রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, হিসাব রক্ষক মো. নাসির উদ্দিন, সাংবাদিক জাকির হোসেন, জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।

সভায় সচিব রফিকুল ইসলাম কেঁদে ফেলেন এবং তিনি বলেন, আমার ২৬ বছরের চাকুরী জীবনে এরকম একজন ইউএনও সৎ দক্ষ জনবান্ধব পৌরপ্রশাসক হতে পারে তা আমার জানা ছিল না। তিনি বলেন পৌর কর্মকর্তা কর্মচারীদের বজু বছরের পুরানো বকেয়া দেড় কোটি টাকা বেতন ভাতা এক সঙ্গে প্রদান করেছেন। এটা আমাদের হৃদয়ের স্বর্নাক্ষরে লেখা থাকবে।

ওই দিন সন্ধ্যায় অফিসার্স ক্লাবে এক বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।। সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ জামাল হোসাইন, কৃষি কর্মকর্তা মো. রাসেল, বিআরডিবি কর্মকর্তা মো. মহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছারসহ সকল কর্মকর্তা বৃন্দ।

পরের দিন সোমবার আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুল আজিজ মিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।

সভায় বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ জামাল হোসাইন, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, সাংবাদিক জাকির হোসেন, জসিম উদ্দিন হাওলাদার ও মো. রেজাউল করিম প্রমুখ।

বিদায়ী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমি আমতলী উপজেলা বাসীর নিকট থেকে যে ভালোবাসা পেয়েছি তা দেখে আমি অভিভুত। এ ঋণ আমি কোন দিন শোধ করতে পারবো না। তিনি আরো বলেন, আমি একজন আল্লাহর খাদেম হয়ে শাসক নয় সেবক হয়ে সাধারণ মানুষের সেবা দিয়েছি। তিনি আমতলীবাসীর সবার নিকট তার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, আমি চাই আমতলীর সকল মানুষ সব সময় ভালো থাকবে এটাই আমি প্রত্যাশা করি।

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:৪৯ এএম
কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি করার সময় জনতার সহায়তায় ৫ ডাকাতকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ রুবেল (৫০),২.আরিফ (৩৫),৩.শরিফুল ইসলাম (৪২),৪.উৎপল দেবনাথ (৩৮)৫. দুলু মিয়া (৩৯)। আজ ( ০৭ মে ) দুপুরে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি জানান, গতকাল ৬ মে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জ গামী নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রোহিতপুর ইউনিয়নের তুলসীখালী ব্রিজের কাছাকাছি আসলে র‍্যাব পরিচয়ে ডাকাত দল বাসটি থামিয়ে ফেলে। এ সময় ডাকাতরা বাসের ভিতর প্রবেশ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে সুমন সরকার নামে এক যাত্রীকে মারধর করে বাস থেকে নামাতে থাকে। এতে সুমন সরকারের সাথে থাকা অন্তর পাল ওরফে প্রার্থ নামে ওর এক যাত্রী তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডালুর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ৫ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে হাইস মাইক্রোবাস, দুইটি ওয়াকিটকি, দুইটি র‍্যাবের জ্যাকেট, একটি হ্যান্ডকাপ, একটি লেজার লাইট, পাঁচটি চাকু, একটি ইলেকট্রিক শকমেশিন ও একটি লোহার বাটন লাঠি উদ্ধার করা হয়।

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:৪৬ এএম
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কলিম উদ্দিন নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মিরডাঙ্গি গ্রামের বাসিন্দা।

বুধবার ৭মে বিকেল সারে ৫ টার দিকে রাণীশংকৈল মহাসড়ক আরডিআরএস অফিসের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত কলিমউদ্দিন একাই ভ্যান নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন,চলতি অবস্থায় তার ভ্যানের স্কেল ভেঙে চাকা খুলে যাওয়ায় তিনি পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে,অপর দিকথেকে আসা ভেডভেডির সামনে। মূহুর্তেই পৃষ্ঠ হয় চাকার নিচে।
এলাকাবাসী কলিমউদ্দিনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেছেন।

“মেলা হোক কিন্তু গাঁজা নয়” স্লোগানে মানবাধিকার অ্যাসোসিয়েশনের বগুড়া সাতমাথায় মানববন্ধন

জেলা প্রতিনিধি) বগুড়াঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:৪৪ এএম
“মেলা হোক কিন্তু গাঁজা নয়” স্লোগানে মানবাধিকার অ্যাসোসিয়েশনের বগুড়া সাতমাথায় মানববন্ধন

বগুড়া মহাস্থান গড়ে শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারের পবিত্রতা রক্ষায় শেষ বৈশাখের মেলাকে কেন্দ্র করে মাদক সেবন ও বিক্রয় বন্ধের দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা উদ্যোগে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা বেলা ১১ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন এর সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির আহবায়ক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির যুগ্ন আহবায়ক ডাঃ এ এস এম রায়হান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মাহাবুব জ্জামান খান মিলন, ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, মোছাঃ হাফসা পারভিন হ্যাপি, মোঃ আলিম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মুসাব্বির হোসেন শাফিন, প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, মোঃ ইমরান তালুকদার নিপু, মোঃ রিমন হোসেন, মোঃ নাঈম ইসলাম, মোঃ সেলিম কাজী, মোঃ আশরাফুল, মোঃ তোহা, মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফজলু প্রমুখ।

মানববন্ধন শেষে বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়, র‍্যাপিড একশন ব্যাটালিয়ান র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার এবং বগুড়া সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করা হয়।।

error: Content is protected !!