
২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়ায় নবাগত তত্বাবধায়ক/ উপপরিচালক ডাঃ মোঃ মজিদুল ইসলাম স্যারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটি এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দরা।।
সেই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালে আর.এম.ও ডাঃ মোঃ রাশেদুল ইসলাম রনি স্যারের।
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটি এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম-ট্যাব ও বিএমটিএ জেলা কমিটির সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, এম-ট্যাব ও ডেন্টাল পরিষদের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস তন্ময়, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ রাজু, সদস্য ও মেডিকেল টেকনোলজিস্ট রক্ত পরিসঞ্চালন বিভাগ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মোঃ ফিরোজ আহমেদ, মোঃ মেহেদী হাসান, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বগুড়া (আই.এইচ.টি) প্যাথলজি ডিপার্টমেন্টের ইনচার্জ মোঃ শাহজাহান আলী, মোহাম্মদ আলী হাসপাতালে প্যাথলজি বিভাগের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, রক্ত পরিসঞ্চালন বিভাগের ইনচার্জ মোঃ এটিএম আমিনুল হক, রেডিওলজি ডিপার্টমেন্টের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কাশেম প্রমুখ।।