শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লেখা আশা 😭😭

একাকিত্ব

লেখা আশা প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৩:০৩ এএম | 80 বার পড়া হয়েছে
একাকিত্ব

যখন সঙ্গ চেয়েছি-
তখন নিঃসঙ্গতা পেয়েছি!
যখন একটু কোলাহল চেয়েছি-
তখন নিস্তব্ধতা পেয়েছি!
যখন মানুষ চেয়েছি-
তখন মানুষই আমাকে একাকিত্বে থাকতে শিখিয়েছে!
আর এখন যখন
আমি একাকী থাকতে শিখে গিয়েছি,
তখন এসেছো আয়োজন করে
আমার জীবনে মানুষ দিতে…?!!!
নিঃসঙ্গ আমিটাকে ভেঙে দিতেও
তোমাদের এতো উৎসাহ…?!!!
তোমরা মন বোঝো না?!
অনুভূতি বোঝো না?!
আমার খারাপ লাগাটা বোঝো না?!

নোয়াখালী লক্ষিপুর সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যু

রাসেদ বিল্লাহ চিশতীঃ প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ১:২৫ এএম
নোয়াখালী লক্ষিপুর সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যু

নোয়াখালী বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো ২জন আহত হয়েছে।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জে উপজেলার চৌমুহনী টু লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্র্রী জমিলা সুলতানা ইনু (২১) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনী উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ছেড়ে আসে। যাত্রাপথে সিএনজিটি নোয়াখালীর চৌমুহনী-লক্ষীপুর অঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। এতে মারাত্মক আহত হয় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ আরো দুই জন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রাখা আছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামী গ্রেফতার

আহসান হাবিব শিবলু, বগুড়া প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১১:১১ পিএম
বগুড়ায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামী গ্রেফতার

(০৯মে শুক্রবার) বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার অফিসার ফোর্স কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৩ জন রাজনৈতিক মামলার আসামী ১. শ্রী সুবির ঘোষ (৪৬), পিতা-মৃত সুপদ কুমার ষোঘ, ঠিকানা: স্থায়ী: গ্রাম- আকন্দপাড়া, উপজেলা/থানা-গাবতলী, জেলা-বগুড়াকে ২. মোঃ হাসিবুল হোসেন (২৬),পিতা- মোঃ রফিকুল ইসলাম, ঠিকানা: স্থায়ী: গ্রাম- লাংলু শিমুলতাইর, উপজেলা/থানা- গাবতলী, জেলা-বগুড়া ৩. মোঃ সাখাওয়াত হোসেন লিটন (৪৮), পিতা- মৃত শাহাদত হোসেন, ঠিকানা: স্থায়ী: গ্রাম-নেপালতলী, উপজেলা/থানা- গাবতলী, জেলা-বগুড়া এবং পরোয়ানাভূক্ত ০৫ জন আসামী সর্বমোট=০৮ জন আসামীকে বিভিন্ন এলাকা হইতে গ্রেপ্তার করিয়া যাথযথ পুলিশ স্কর্টের মাধ্যমে অদ্য ইং ০৯/০৫/২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে কথা হয় গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ সেরাজুল হক ঘটনা সত্যতা স্বীকার করেন।।

পাবনায় বিস্ফোরক মামলায় আ’লীগের ৯ নেতা গ্রেপ্তার

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১১:০৯ পিএম
পাবনায় বিস্ফোরক মামলায় আ’লীগের ৯ নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ আওয়ামীলীগ-নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের মো. সিরাজুল ইসলাম (৪৫), মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জবেরপুর গ্রামের মো. মকবুল হোসেন (৫৩), স্বেচ্ছাসেবকলীগ নেতা সারোড়া গ্রামের মো. জাকির হোসেন (৩৮), আওয়ামীলীগ নেতা পৌর সদরের বালুচর মহল্লার মো. আব্দুল ওহাব (৫৫), হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হোসেনপুর গ্রামের মো. আব্দুস সামাদ (৪৫), আওয়ামীলীগ নেতা মো. ছকির উদ্দিন (৫৫), আওয়ামীলীগ নেতা মো. আলতাফ হোসেন (৫২), ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ছাত্রলীগ নেতা চকমরম গ্রামের মো. আজিজুল হক (২৫) এবং ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুয়াবাসী গ্রামের মো. রবিউল ইসলাম রাসেল (৩৫)।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার (৮ মে’২৫) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসকল আসামীদের গ্রেপ্তার করা হয়। আসামী সিরাজুল একটি মারপিটের মামলার এবং অন্য গ্রেপ্তারকৃতরা চাটমোহর থানার ২টি বিস্ফোরক মামলার আসামী। শুক্রবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

error: Content is protected !!