মা হচ্ছে সন্তানের জীবনে এক শ্রেষ্ঠ সম্পদ
মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না


Khadija Akter Rowja
এই দুনিয়াতে আমাকে একা রেখে মা যে কোথায় চলে গেলো?
সবাই সবাইকে স্বার্থের জন্য ভালোবাসে শুধু মায়ের ভালোবাসা কোনো স্বার্থ থাকে না! মায়ের ভালোবাসার কাছে যেন পৃথিবীর সব ভালোবাসাই তুচ্ছ! মায়ের সাথে প্রতিটা সন্তানের থাকে নারীর সম্পর্ক! ইচ্ছে করলেও ওই সম্পর্ককে ছিন্ন করা যায় না! মাকে পরম শ্রদ্ধা আর সম্মানের সাথে আপন করে নেওয়া প্রতিটা সন্তানের কর্তব্য! তাই জীবনে মরণে শুধু মাকেই ভালো বাসি! মা হচ্ছে সন্তানের জীবনে এক শ্রেষ্ঠ সম্পদ, যা একবার হারালে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না! মায়ের সাথে এত বছরের সম্পর্ক কেমন করে ভুলে যাই? জীবনে যতদিন বেঁচে থাকবো মায়ের স্মৃতি গুলো হৃদয় থেকে মুছা যাবে না! প্রতিটা মুহূর্ত আমি মায়ের ভালোবাসার পরশ পাই! পাই যেন মায়ের হাতে ভালোবাসার সেই ছোঁয়া! বুকের ভিতরে আজ শুধু শূন্যতার হাহাকার! শত সুখেও বুকের একটা পাশে সব সময় খালি খালি লাগে, মায়ের অভাব পূরণ হয় না! যদি কখনো আমার শরীর একটু খারাপ করতো, তাহলে পাশের রুম থেকে মা লাঠি ভর করে এসে জানতে চাইতো আমার কেমন লাগছে? হায়রে মা তোমার ভালোবাসার কোন তুলনা হয়না!
মা হারিয়ে গেল যেদিন থেকে, সেদিন থেকে শত বিপদেও আর কেউ জানতে চায় না আমি কেমন আছি! সবকিছুই আছে আগের মত শুধু মা নেই! মা মা বলে ডাকলেও আর কেউ সাড়া দেয় না! এই জীবনে মায়ের মত আপন আর কেউ হবে না! অভাবের সাথে যুদ্ধ করেছি সারাটা জীবন! তাই হয়তো কখনোই মাকে সুখ দিতে পারলাম না!