রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মোঃ ওসমান চৌধুরী প্রতিনিধি, আরব আমিরাত

আমিরাতের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির পার্টি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ওসমান চৌধুরী প্রতিনিধি, আরব আমিরাত প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ২:১১ পিএম | 98 বার পড়া হয়েছে
আমিরাতের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির পার্টি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল ২৫শে মার্চ মঙ্গলবার ২০২৫ ইং আবুধাবি সিটির একটি রেস্টুরেন্ট হল রুমে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ মহসিনের পরিচালনায় আমিরাত এলডিপির সভাপতি ব্যবসায়ী আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোঃ পারভেজ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল ছালাম, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আফসার। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ জুনায়েদ। আলোচনা সভায় বক্তারা বলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা বীর উত্তম খেতাবপ্রাপ্ত ডক্টর অলি আহমদ একজন দুর্নীতিমুক্ত মন্ত্রী ছিলেন। দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ বিশ্বের বিভিন্ন দেশে এলডিপির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের যত সরকার এসেছে এবং যত এমপি মন্ত্রী হয়েছেন ডক্টর অলি আমাদের মতো একজন দুর্নীতিমুক্ত মন্ত্রী আছে কিনা সন্দেহ আছে। আগামীতে দেশে সরকার গঠনের জন্য কর্নেল অলি আহমেদের ভূমিকা থাকবে অতুলনীয়। বক্তারা বর্তমান সময়ে দেশে যে পরিস্থিতি সে পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা তোফাজ্জল খান।

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম
রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এবং পুনরায় তদন্ত পূর্বক শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত আবেদনকারীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে,অনিয়মের মাধ্যমে যাচাই-বাছাইয়ে বাদ পরা ব্যাক্তিদের সুকৌশলে ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও অনেকেই এই নিয়োগপ্রাপ্ত হন।নিয়োগ পাওয়ার যোগ্য অনেক ব্যক্তিকে সুকৌশলে বাদ দিয়ে নিয়ম বহি:ভূর্ত বাহিরের অনেক কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।ডিলার নিয়োগে এহেন বৈষম্যরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় তদন্ত সাপেক্ষে লটারির আহবান জানান বঞ্চিত আবেদনকারীগণ।

রোববার দুপুরে ১২:০০ টা উপজেলা পরিষদ চত্ত্বরের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,আব্দুল মোত্তালেব,আজিজুল ইসলাম,ফখরুল ইসলাম, রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম,রোকেয়া বেগম,দৌলত হোসেন,আব্দুল লতিফ,সেকেন্দার আলী লিমন,হান্নান মিয়া আব্দুল লতিফ বাবলুসহ আরও অনেকে।

হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম
হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুরু হয়েছে বিভিন্ন মাঠের পাট কাটা। তবে খালবিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সংকটে পড়েছেন চাষিরা। রাস্তার পাশে খাল ও পুকুরের পানি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এতেই বিপাকে পড়েছেন কৃষকরা।

পাট চাষিরা জানান, হরিপুরে উপজেলায় দুটি বড় বিলের পাশে পানি না থাকার কারণে পাট পচানো সমস্যা হয়েছে । পানি সরাসরি বিলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় পাটের জাগ নিয়ে সংকট দেখা দিয়েছে।

পাট চাষি মো. আবদুল মালেক ও সারোয়ার হোসেন বলেন খালবিলে, নদীনালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেওয়ার জায়গাও নেই। এখন আমরা পাট নিয়ে সংকটে পড়েছি। এজন্য হরিপুর উপজেলায় পার্শ্ববর্তী বিলে আমরা পাট জাগ দিয়েছি।

সমির হোসেন নামে আরেকজন বলেন, বৃষ্টিতে পাটক্ষেতে অল্প পানি জমেছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। ক্ষেতে বেশি পানি হলে পাটের গোড়া পচন ধরত না। ক্ষেতের পাট ক্ষেতেই জাগ দেওয়া যেত। এখন পিকআপ ও ভ্যান ভাড়া করে পাট জাগ দিতে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

মিনাপুর গ্রামের সারোয়ার হোসেন বলেন, আমাদের হরিপুর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, এ বছর হরিপুরে ৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জায়গায় পাটের আবাদ হয়েছে। পানি না থাকায় পাটের জাগ দেওয়া নিয়ে সমস্যা পড়ছেন কৃষকরা। কেউ কেউ পুকুরে নদীতে পাটের জাগ দিচ্ছে।

সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৪ পিএম
সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

”আমার সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে”
যখন আশেপাশে শুনি —
“এটা তো সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরো”
“তুমি কেন এত ভাবছো? সব ঠিক হয়ে যাবে”
“এটা তো সম্পর্কের অংশ, মানিয়ে নিতে হবে”
তখন সেই শূন্যতা কোথায় যাবে?
হুরায়রা কনসালটেন্সি এমন একটা জায়গা,
যেখানে আপনি আপনার সম্পর্কের টানাপোড়েন খুলে বলতে পারেন,
কেউ আপনাকে ছোট করবে না,
কেউ আপনাকে দোষী মনে করবে না।
আমরা জানি, সম্পর্কের মাঝে এই অনিশ্চয়তা অনেক সময় ভয়াবহ হতে পারে,
আপনি একা নন,
আমি হুরায়রা শিশির এবং আমার টিম পাশে আছি।
চলুন, একসাথে চেষ্টা করি কিভাবে একটু একটু করে ভালো থাকা যায়।

error: Content is protected !!