রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায়

চৌদ্দগ্রামে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:০৩ পিএম | 93 বার পড়া হয়েছে
চৌদ্দগ্রামে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুমিল্লার চৌদ্দগ্রামে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারী মোতাহের উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী নিজামুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মনির আহমেদ, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা আবদুল মন্নান মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, শিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, আইটি ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, এইচআরডি সম্পাদক ইকবাল হোসেন বাবলু, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হক, পৌরসভা সভাপতি হোসাইন আহমেদ। আবদুল বারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মু. শরীফুল ইসলামের আয়োজনে ও পরিচালক মু. আরিফুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে কুমিল্লা জেলা দক্ষিণ শিবিরের সাবেক অফিস সম্পাদক বেলায়েত হোসেন, মাস্টার আবদুর রহিম, ছাত্রনেতা মামুন মজুমদার, জাহিদুল ইসলাম, আবদুল বারীর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নরসিংদীর হাজিপুরে আলোচিত নেতা স্বপনের দেশত্যাগের প্রস্তুতি ,সম্পত্তি বিক্রি করে ভারতে পালানোর গুঞ্জনে এলাকায় তোলপাড়

তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:৩০ পিএম
নরসিংদীর হাজিপুরে আলোচিত নেতা স্বপনের দেশত্যাগের প্রস্তুতি ,সম্পত্তি বিক্রি করে ভারতে পালানোর গুঞ্জনে এলাকায় তোলপাড়

নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগের দোসর ও বিতর্কিত যুবলীগ নেতা স্বপন বিশ্বাস কে ঘিরে আবার ও উত্তাল জনমত। অভিযোগ উঠেছে, তিনি তার ভিটেমাটি, মিল-কারখানা এবং অন্যান্য মূল্যবান সম্পত্তি একে একে বিক্রি করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তার ভাই ভারত চলে গেছে বলে ও এলাকাবাসী জানিয়েছেন।

স্বপন বিশ্বাস নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং স্থানীয় যুবলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। পাশাপাশি, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থদাতা হিসেবেও পরিচিত ছিলেন। আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে তিনি বিপুল বিত্তসম্পদের মালিক হন এবং ক্ষমতাসীনদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে বহু অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।

সম্প্রতি তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মিল-কারখানা ও বসতভিটা বিক্রির বিষয়টি জনসম্মুখে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই আশঙ্কা করছেন, স্বপন বিশ্বাস তার সমস্ত সম্পদ নগদ করে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে চিরতরে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন।

এলাকাবাসীরা জানান, “স্বপনের পরিবার ইতোমধ্যে ভারতে গিয়ে বসবাস শুরু করেছে। এখন স্বপন নিজেও দেশের সকল সম্পদ বিক্রি করে পালানোর চেষ্টা করছে। আমরা সরকারের কাছে তার অবিলম্বে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছি।”

স্থানীয় সূত্র মতে, স্বপনের বিরুদ্ধে বিগত দিনে একাধিক অভিযোগ থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অথচ এখন তার আচরণ ও সম্পদ বিক্রির ঘটনা প্রমাণ করছে, কিছু না কিছু গোপন অপকর্মের প্রমাণ মুছে ফেলতেই তিনি দেশত্যাগের ছক কষছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেন, তদন্ত করে সত্য উদঘাটন ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে।

এলাকার সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “স্বপন বিশ্বাস আওয়ামী লীগ সরকারের সুযোগ-সুবিধা নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। এখন সবকিছু গুটিয়ে পালানোর মানেই হচ্ছে—তার অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা।”

স্থানীয়রা স্বপন বিশ্বাসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন। তারা মনে করছেন, তাকে আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করা না গেলে এর চেয়ে বড় দৃষ্টান্তহীনতা আর হতে পারে না। এ ব্যাপারে স্বপন বিশ্বাসের বক্তব্য নিতে গেলে তাকে এলাকায় পাওয়া যায়নি এলাকাবাসী জানিয়েছেন তিনি নরসিংদীতে থাকেন

কাঁঠালিয়া টিউবওয়েল চুরির হিড়িক, থানায় সাধারণ ডায়েরি 

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:২৭ পিএম
কাঁঠালিয়া টিউবওয়েল চুরির হিড়িক, থানায় সাধারণ ডায়েরি 

কাঁঠালিয়া উপজেলা টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না বসতঘর মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের টিউবওয়েলও।

জানা গেছে, ৩০ জুলাই উপজেলার সদর ৪ নং ইউনিয়ন দক্ষিণ আউরা গ্রাম থেকে ১০টির বেশি টিউবওয়েল চুরি হয়েছে। এছাড়া, হাস- মুরগী, রড সহ বিভিন্ন মালাম চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী দক্ষিন আউরা গ্রামের রফিকুল ইসলাম পলাশ জমাদ্দার।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা বিবাদীরা চিশতীয়া দরবার শরীফের টিউবওয়েল, জমাদ্দার বাড়ির জামে মসজিদের টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে। একইভাবে ওই এলাকার আলম হাওলাদারের বসতঘরের টিউবওয়েলটিও চুরি হয়ে গেছে। এছাড়া, খাদিজাতুল কুবরা মাদ্রাসার টিউবওয়েল সহ আরো অনেকে’র”

ভুক্তভোগী রফিকুল ইসলাম পলাশ জমাদ্দার জানান, দক্ষিন আউরা গ্রাম থেকে ১০টির বেশি টিউবওয়েল চুরি হয়েছে। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না মসজিদ, মাদ্রাসা সহ বসতঘরের ধর্মীয় প্রতিষ্ঠানের টিউবওয়েলও।

মাদকসেবী ও ছিচকে চোরেরা একের পর এক টিউবওয়েল চুরি করে নিয়ে যাচ্ছে। এতে এলাকার গরীব ও দরিদ্র পরিবারগুলোতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। মাদ্রাসা ও মসজিদ বসতঘর টিউবওয়েল চুরির ফলে শিশু শিক্ষার্থী ও মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েছেন।

তারা আরও জানান, শুষ্ক মৌসুমে খাল-পুকুরে পর্যাপ্ত পানি থাকেনা এবং টিউবওয়েল চুরি হয়ে যাওয়া পানির চরম সংকট দেখা দিতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা ও নজরদারির দাবি জানান ক্ষতিগ্রস্তরা।

বিআরটিসির  চেয়ারম্যানের কাছে নিসআ’র ৮ দফা দাবি 

মো: রাসেল মোল্লা নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:২৪ পিএম
বিআরটিসির  চেয়ারম্যানের কাছে নিসআ’র ৮ দফা দাবি 

কুড়িল–গাউসিয়া রুটে শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ পরিবহন নিশ্চিতের দাবিতে ‘নিরাপদ সড়ক আন্দোলন–নিসআ’ নারায়ণগঞ্জ জেলা শাখা রোববার (৩ আগস্ট) সকালে ঢাকার গাবতলীতে বিআরটিসি  চেয়ারম্যান মো. জাকির হোসেন খান বরাবর স্মারকলিপি জমা দেয়।

এসময় সংগঠনের জেলা সভাপতি রাহাত হোসেন ও সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—

হাফ পাস বাধ্যতামূলক করা, বাস স্টাফদের অসৌজন্যমূলক আচরণে দুঃখপ্রকাশ ও শাস্তির ব্যবস্থা, নারী যাত্রীদের সম্মান নিশ্চিতকরণ, নির্ধারিত সিডিউল ও ভাড়া কার্যকর, কাউন্টারে ভাড়ার তালিকা টানানো, হয়রানি ও অনিয়মের দায় স্বীকার, ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধ এবং কাউন্টারে লাঠিয়াল বাহিনী নিষিদ্ধ করা।

বিআরটিসি  চেয়ারম্যান দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

error: Content is protected !!