ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মত বিনিময়সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট শাখার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাতটায় জামায়াতে ইসলামীর ধামইরহাট কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ধামইরহাট উপজেলা আমির কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা নায়েবে আমির (পশ্চিম) ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ওলামা বিভাগের জেলা সভাপতি একেএম ফজলুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ্ মুসা, ধামইরহাট ইউনিয়নের আমির মাওলানা ইউনিছার রহমান, ধামইরহাট ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি আব্দুল কাহার সিদ্দিক প্রমুখ।