সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

বাড়ির রাস্তায় বাঁশ ও টিনের বেড়া

তাড়াশে ১৫ দিন ধরে অরুদ্ধ দু’টি পরিবার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম | 49 বার পড়া হয়েছে
তাড়াশে ১৫ দিন ধরে অরুদ্ধ দু’টি পরিবার

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে ১৫ দিন ধরে অরুদ্ধ করে রাখা হয়েছে দু’টি পরিবারকে। ফলে ওই দু’টি পরিবারের স্কুলগামী ছেলে-মেয়েসহ অন্যান্য লোকজন একান্ত প্রয়োজনীয় কাজেও বাড়ির বাইরে যেতে পারছে না। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের উপর সিলোট গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাইফুল ইসলামের নামে আইনুল হক মিথ্যা মামলা দায়ের করলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খলিলুর রহমান ও আব্দুল জলিল চাচাতো ভাই সাইফুলে পক্ষ অবলম্বন করে। এরই জের ধরে আইনুল তার ভাই ওর্য়াড আ’লীগের সভাপতি জয়নুলের পরামর্শে বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবেশি খলিলুর রহমান ও আব্দুল জলিল পরিবারকে অবরুদ্ধ করে। বিষয়টি একাদিকবার গ্রামে সালীশ বৈঠক হলেও তারা ওই দুই প্রতিবেশি পরিবারকে মুক্ত করে দেয়নি।
এ ব্যাপরে অবরুদ্ধ পরিবার প্রধান খলিলুর রহমান বলেন, আইনুল আমার চাচাতো ভাই সাইফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে আমার সাইফুলের পক্ষ অবলম্বন করি। এতে ক্ষীপ্ত হয়ে আইনুল আমাদের দ্’ুটি পরিবারকে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ রেখেছে। পরিবারের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। আমরাও একান্ত প্রয়োজনীয় কাজেও বাড়ির বাইরে যেতে পারছি না।
এ প্রসঙ্গে আইনুল হক বলেন, আমার জায়গার উপর দিয়ে ওদের চলাচলের পথ। সে পথ আমি বেড়া দিয়ে বন্ধ করেছি। এতে কার বাপের কি ? আমি বেড়া উঠাবো না।
তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নাজির উদ্দিন বলেন, ঘটনা স্থলে গ্রাম পুলিশ প্রধানকে পাঠিয়েছি। উভয় পক্ষকে নিয়ে সমস্য সমাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তাড়াশ থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, অবরুদ্ধ থাকা পরিবারের বিয়ষটি নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি

চান্দিনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম
চান্দিনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

কুমিল্লার চান্দিনা পৌরসভা ৬ নং ওয়ার্ড রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া।
বহুদিন যাবত ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুৎ আরোগ্য কামনা করে সোমবার বিকেলে রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিল-দোয়া আয়োজন করা হয় , পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতের অধিক নেতাকর্মী নারী ও সমর্থক উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মোশাররফ হোসেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চান্দিনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনমিনা পৌরসভার স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো: ফারুক খান , স্বেচ্ছাসেবক দল উত্তর জেলা যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম সরকার , পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইকরামু জামান শান্ত , ৬ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দল ৬ নং ওয়ার্ড সভাপতি খোকন ভূঁইয়া, ৬ নং যুগ্ন আহবায়ক গ্রীস প্রবাসী মাসুদ, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মোস্তফা, পৌর স্বেচ্ছাসেবক দল পৌর নেতা আবুল কালাম মানিক , পৌর শ্রমিক দলের সদস্য সচিব রাসেল গাজী , পৌর শ্রমিকদল ৬ নং ওয়ার্ড পেয়ারু জ্জামান ভূইয়া, উপস্থিত ছিলেন পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আ: রাজ্জাক ভূঁইয়া , উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদা হক শিল্পী, কেরনখাল ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আবুল হোসেন চৌধুরী ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সকল ওয়ার্ডের সভাপতিগণ উপস্থিত ছিলেন । এ সময় নেতৃবৃন্দ বলেন—“আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক পলাতক আসামী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম
ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক পলাতক আসামী গ্রেফতার

ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব ১৪কর্তৃক টাকা-২৫১৬৭৩/অর্থদণ্ডসহ এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ১ জন আসামি গ্রেপ্তার করা হয়।

সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. অনুমান ০০:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সরকারী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে দায়রাঃ ২৯৩০/২৩, সি আর-১৬২/২৩, প্রসেস নং-৯৭৩/২৫, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮ মোতাবেক ২,৫১,৬৭৩/- (দুই লক্ষ একান্ন হাজার ছয়শত তেহাত্তর) টাকা অর্থদন্ড সহ ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইদ্রিস আলী (৪৮), পিতা-মোঃ আব্দুর মান্নান, সাং-চরপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া–কুরআন খতম

কুমিল্লা মুক্ত দিবসে শহীদদের স্মরণ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:০২ পিএম
কুমিল্লা মুক্ত দিবসে শহীদদের স্মরণ

৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা–০৬ আসনের জননেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর কান্দিরপাড়ে কুরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে অনুষ্ঠিত বিশেষ দোয়া-মাহফিলে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশনেত্রী বেগম জিয়ার শারীরিক সুস্থতার জন্য মোনাজাত করা হয়। এতে কুমিল্লা মহানগর বিএনপি, জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবুর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, জাসাস মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ভূইয়া।

এ ছাড়া অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদদের স্মরণে দোয়া করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিন গত ১১ দিন ধরে ধারাবাহিকভাবে করআন খতম, দোয়া, খাবার বিতরন, পশু সদকাসহ ধর্মীয় কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। নেতাকর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।