সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে নবাগত ইউএনও ও ওসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম | 39 বার পড়া হয়েছে
বীরগঞ্জে নবাগত ইউএনও ও ওসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “উপজেলার সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। একসাথে কাজ করলে উন্নয়ন সহজতর হবে।”

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, থানার তদন্ত ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা জামায়াতের ক্বারী মোঃ আজিজুর রহমান, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবুসামা ঠান্ডু, বীরগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

মতবিনিময় সভা শেষে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন।

হাফিজুর রহমান টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম
টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ডিসেম্বর)দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ। সভায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, টাঙ্গাইলের শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সাংবাদিকরা সমাজের দর্পণ বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন,আপনাদের ইতিবাচক সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা আমাদের কাজে দিক নির্দেশনা দেবে। টাঙ্গাইলকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত এসপিকে স্বাগত জানিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং গণমাধ্যমের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান।
তিনি সকালে সুস্থ্য কামনা করেন।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভূঞাপুর অঞ্চলিক কার্যালয় উন্নয়ন সভা সম্পন্ন

মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভূঞাপুর অঞ্চলিক কার্যালয় উন্নয়ন সভা সম্পন্ন

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘স্মার্ট প্রকল্প’ এর আওতায় টাঙ্গাইলের ভূঞাপুর প্রস্তাবিত অঞ্চলিক (এরিয়া) কার্যালয়ের উন্নয়ন সভা সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সোমবার

(৮ ডিসেম্বর) পৌর শহরের মাইকো বাসস্ট্যান্ড সংলগ্ন তিন তলা ভবনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রদানকারী মোঃ আব্দুল হান্নান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফ আলী তালুকদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ জলি আমিন, জেনারেল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন ও মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করেন স্মার্ট প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম হোসাইন। বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রস্তাবিত গ্রাহক ও উন্নয়ন কর্মী/কর্মকর্তাসহ অর্ধ-শতাধিক ব্যক্তি এ উন্নয়ন সভায় অংশগ্রহণ করেন। সভায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং বীমা পণ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় ডিসেম্বর ২০২৪ মাসের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর সিরাজগঞ্জের যমুনা চায়না বাদশা রিসোর্টে একটি পিকনিকের আয়োজন এবং ডিসেম্বর মাস সফলভাবে শেষ করে ২০২৫ সালের শুরুতেই কক্সবাজার ভ্রমণের ঘোষণা দেওয়া হয় কর্মী ও বিক্রয় অংশীদারদের জন্য। সভাটি কোম্পানির ভূঞাপুর অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ ও দলগত মনোবল বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি

চান্দিনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম
চান্দিনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

কুমিল্লার চান্দিনা পৌরসভা ৬ নং ওয়ার্ড রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া।
বহুদিন যাবত ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুৎ আরোগ্য কামনা করে সোমবার বিকেলে রারিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিল-দোয়া আয়োজন করা হয় , পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতের অধিক নেতাকর্মী নারী ও সমর্থক উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মোশাররফ হোসেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চান্দিনা পৌরসভা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনমিনা পৌরসভার স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো: ফারুক খান , স্বেচ্ছাসেবক দল উত্তর জেলা যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম সরকার , পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইকরামু জামান শান্ত , ৬ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দল ৬ নং ওয়ার্ড সভাপতি খোকন ভূঁইয়া, ৬ নং যুগ্ন আহবায়ক গ্রীস প্রবাসী মাসুদ, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মোস্তফা, পৌর স্বেচ্ছাসেবক দল পৌর নেতা আবুল কালাম মানিক , পৌর শ্রমিক দলের সদস্য সচিব রাসেল গাজী , পৌর শ্রমিকদল ৬ নং ওয়ার্ড পেয়ারু জ্জামান ভূইয়া, উপস্থিত ছিলেন পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আ: রাজ্জাক ভূঁইয়া , উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদা হক শিল্পী, কেরনখাল ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আবুল হোসেন চৌধুরী ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সকল ওয়ার্ডের সভাপতিগণ উপস্থিত ছিলেন । এ সময় নেতৃবৃন্দ বলেন—“আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”