সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বীরগঞ্জে নবাগত ইউএনও ও ওসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “উপজেলার সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। একসাথে কাজ করলে উন্নয়ন সহজতর হবে।”

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, থানার তদন্ত ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা জামায়াতের ক্বারী মোঃ আজিজুর রহমান, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবুসামা ঠান্ডু, বীরগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

মতবিনিময় সভা শেষে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন