সমাবেশ শেষে এক বিশাল গণ মিছিল বের হয়
ভাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা উলামা পরিষদ ও তাওহীদি জনতার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে জনৈক ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং বিজেপি নেতা কর্তৃক সমর্থনের প্রতিবাদে আলোচনা সভা এবং এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গা ওলামা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা ইচাহাক মোল্লা, মাওলানা আবুল খায়ের মোঃ সেলিম, মাওলানা ত্বলহা, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মোঃ ইব্রাহিম, মাওলানা মাহবুবুল হক, মাওলানা সরোয়ার, মাওলানা হেলাল উদ্দীন শাহ প্রমুখ অনেকেই বক্তব্য রাখেন ৷
বক্তারা বলেন ভারতে আমার নবীকে নিয়ে কটুক্তি করছে, আমার মুসলিম ভাইদের কণ্ঠ চেপে ধরে রেখেছে, আমরা তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। আমাদের নবীকে নিয়ে কটুক্তি আমরা নবী প্রেমী জনতারা সহ্য করবো না, প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছি ভারতীয় সরকার যদি রামগিরি মহারাজ কে বিচারের মুখোমুখি দাঁড় করাতে না পারে আমরা বাংলাদেশ প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাবো, তিনি যেন ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ন্যাক্বারজনক ঘটনার স্পষ্ট প্রতিবাদ জানায়।
সমাবেশ শেষে এক বিশাল গণ মিছিল বের হয় মিছিল টি পুনরায় ঈদগাহ মাঠে এসে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন৷








