পিপিপি’র মহাপরিচালক হলেন গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জেম আহমেদ
গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদকে (যুগ্মসচিব) প্রেষনে বদলিপূর্বক প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) পদে পদায়ন করা হয়েছে।
গত ৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
চৌধুরী মোয়াজ্জম আহমদ গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর গাইবান্ধায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
প্রায় ১বছর দুইমাস গাইবান্ধায় দায়িত্বকালীন তিনি জনবান্ধব প্রশাসক হিসেবে জেলা উন্নয়নে সকল স্তরের মানুষের কাছে অত্যন্ত সুনাম ও দায়িত্বশীলতা সাথে গ্রহণযোগ্য মানবিক কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন।
এদিকে, শনিবার মধ্যে রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে।










