সিংড়ায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা এবং জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এর আগে, দলের নেতাকর্মীরা পৌরসভার গরু হাট থেকে এক বিশাল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মাঠে এসে জনসমাবেশে যোগ দেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
তিনি বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত বিপ্লব ও সংহতির চেতনা আজও দেশের মানুষকে প্রেরণা জোগায়। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি এডভোকেট শামীম হোসেন ও সাইদুর রহমান সাধু। জনসভায় হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান, আদিবাসী, মৎস্যজীবী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিততে ছিলেন পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম জান্টু, কৃষক দলের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।













