সার্বিক সহযোগীতাঃ US প্রবাসী আব্দুল গাফফার খসরু চৌধুরী
জৈন্তিয়া মানবিক টিম এর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক উদ্যোগ


জৈন্তিয়া মানবিক টিম এর উদ্যোগে শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,দরবস্ত -জৈন্তাপুর আয়োজনে রক্তদান কর্মসূচি ও বাল্যবিবাহ প্রতিরোধে গন-সচেতনতা বিষয়ক আলোচনায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক বৃন্দ ও ছাএ ছাত্রীদের অভিভাবক।
এছাড়া ও উপস্থিত ছিলেন জৈন্তিয়া মানবিক টিম এর প্রতিষ্ঠাতা জনাব, মোঃ রুবেল আহমদ,সভাপতি মোঃ রাসেল আহমদ,সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন (রনি),সহকারী সদস্য সচিব ফাতেমা জান্নাত এবং অত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সহকারী সদস্য সচিব ফাতেমা জান্নাত এ উপস্হাপনায় শুভেচ্ছা বক্তব্যে রাখেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ রুবেল আহমদ।
তিনি বলেন,একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা!আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ও বাল্যবিবাহ একটি বাধা। এক্ষেত্রে কিছু কাজী ও দ্বায়ী থাকে।এখনি তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত আলোচনায় সভাপতি মোঃ রাসেল আহমদ তার বক্তব্যে রক্তদানের সুফল এবং কুফল তুলে ধরতে গিয়ে বলেন “যারা প্রতিদানে কিছু আশা না করে অন্যদের সাহায্য করে তারাই প্রকৃত মানুষ।আজই রক্তদান করুন,যাতে কেউ কখনো রক্তের অভাবে মৃত্যুর মুখে পতিত না হয়।
সাহসী হোন এবং রক্তদান করুন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃফরিদ আহমদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় দৈনিক বিকাল বার্তার সাংবাদিক লাকি,ক্রাইম তালাশ এর সম্পাদক জনাব জুলহাস আহমদ ও ক্রাইম তালাশ শাহপরান থানা প্রতিনিধি জনাব মঈন উদ্দিন।
সার্বিক সহযোগীতা US প্রবাসী আব্দুল গাফফার খসরু চৌধুরী।