রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শাহবাগে গাছ কেটে বিলবোর্ড স্থাপন, রোগী ও নাগরিকদের ক্ষোভ প্রতিকারের দাবি

রুবিনা শেখ প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম | 56 বার পড়া হয়েছে
শাহবাগে গাছ কেটে বিলবোর্ড স্থাপন, রোগী ও নাগরিকদের ক্ষোভ প্রতিকারের দাবি

 

ঢাকার শাহবাগে বারডেম হাসপাতালের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বড় আকারের ছায়াদানকারী গাছগুলো কেটে ফেলে সেখানে মেরিল কোম্পানির একটি বিলবোর্ড বসানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের রোগী, পথচারী ও পরিবেশকর্মীরা।

চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে আসা রোগীদের অনেকেই বলেন, এই গাছগুলোর নিচে একটু ছায়া পেতাম, বিশ্রাম নিতে পারতাম। এখন শুধু গরম আর ধুলো—আরামটা কেড়ে নেওয়া হয়েছে।

পরিবেশকর্মীরা জানিয়েছেন, শহরের প্রাণরক্ষাকারী এসব গাছ বাণিজ্যিক স্বার্থে কেটে ফেলা মারাত্মক পরিবেশ-অপরাধ। তারা বলেন, “ঢাকার মতো তাপপ্রবণ ও দূষিত শহরে প্রতিটি গাছ মানুষের জীবনের সঙ্গে জড়িত। গাছ কাটা মানে মানুষের শ্বাস নেওয়ার জায়গা সংকুচিত করা।

নাগরিক সমাজ ও পরিবেশবাদীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—
১. শাহবাগে কাটা গাছগুলোর জায়গায় দ্রুত নতুন গাছ রোপণ করতে হবে।
২. যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. ভবিষ্যতে বিলবোর্ড স্থাপনের নামে যেন কোনো গাছ কাটা না হয়, সে বিষয়ে কঠোর নীতি গ্রহণ করতে হবে।

ঢাকার তীব্র তাপদাহ ও দূষণের মাঝে এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বিজ্ঞাপনের জন্য যদি জীবন বাঁচানো গাছ কেটে ফেলি, তাহলে বিজ্ঞাপন দেখার মানুষই একদিন থাকবে না।

চলমান বিতর্কের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছে নাগরিকরা যেন শাহবাগের সবুজ ফেরে, আর এমন ঘটনা আর না ঘটে।

আলোচিত জোড়া হত্যা মামলার দুই পলাতক আসামী অবশেষে র‍্যাবের জালে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:১৫ এএম
আলোচিত জোড়া হত্যা মামলার দুই পলাতক আসামী অবশেষে র‍্যাবের জালে

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভয়াবহ জোড়া হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামীকে ঢাকার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১২ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার রাতে ধরা পড়ে শরিফুল ইসলাম (৪০) ও জসিম উদ্দিন (৩২)। দুজনেই উথলী (বড় মসজিদপাড়া) গ্রামের সইদার হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ঢাকায় আত্মগোপনে ছিল। নিহত দুই ভাই আনোয়ার ও হামজাকে গত ২০ সেপ্টেম্বর নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় স্বস্তি ফিরেছে গ্রামজুড়ে।

যেখানে লুকাও, আইন একদিন না একদিন ধরবেই।

খুলনা দিঘলিয়া উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একজনকে মেরে আহত করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার। প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:১০ এএম
খুলনা দিঘলিয়া উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একজনকে মেরে আহত করেছে দুর্বৃত্তরা

 

খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের সাইদুর রহমানের পুত্র আব্দুল আহাদ(৩৭) কে জমিজমার বিরোধের জের ধরে পথেরবাজার নামক স্থানে ফেলে মেরে গুরুতর আহত করেছে চিহ্নিত দুর্বৃত্তরা।
সূত্র থেকে জানা যায়, গতকাল শুক্রবার ( ১৭ অক্টোবর) দুপুর আড়াইটার সময় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের সাইদুর রহমানের পুত্র আহাদ (৩৭) কে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী সেনা সদস্য মোঃ শামিম (বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সেনা নং-৪৫৫০২৩৭, ইউনিট: ৬১, ইবি খাগড়াছড়িতে কর্মরত বর্তমানে ২৮-০৯-২০২৫ তারিখ হতে ৬০ দিনের ছুটিতে রয়েছে), তার ভাই মোঃ জুয়েল ও তাদের পিতা আব্দুল ওহাব মিলে পথেরবাজার নামকস্থানে ফেলে মেরে গুরুতর আহত করেছে।
পরবর্তীতে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার বিষয়ে স্থানীয় ভাবে জানা যায়, দিঘলিয়া উপজেলাধীন পথেরবাজার নামকস্থানে একটি জায়গা-জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়।
এ ঘটনার ব্যাপারে দিঘলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কাহালুর ভূগোইল চারমাথা ও কালিতলা হাটে ধানের শীষের গণসংযোগ

এস এম সালমান হৃদয়, বগুড়া : প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:০৫ এএম
কাহালুর ভূগোইল চারমাথা ও কালিতলা হাটে ধানের শীষের গণসংযোগ

 

১৮ অক্টোবর ২০২৫ রোজ শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ভূগোইল চারমাথা স্ট্যান্ড ও ভূগোইল কালিতলা হাট এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ রফিকুল ইসলাম। তিনি জনগণের মাঝে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম ঠান্ডু, যুব নেতা আব্দুল বারীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় জনগণের অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।