নরসিংদী সদর কোর্ট পরিদর্শন শেষে কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মহোদয়


আজ শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) নরসিংদী সদর কোর্ট পরিদর্শন শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়।
সভায় কোর্ট পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়াদিসহ সমসাময়িক বিবিধ বিষয়ে আলোকপাত করা হয়। পুলিশ সুপার মহোদয় এ সংক্রান্তে কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের স্বচ্ছতা, দক্ষতা, নিরপেক্ষতা, মানবিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন/ক্রাইম অ্যান্ড অপস্), কোর্ট পুলিশ পরিদর্শক’সহ কোর্টে কর্মরত বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।