শাহবাগে গাছ কেটে বিলবোর্ড স্থাপন, রোগী ও নাগরিকদের ক্ষোভ প্রতিকারের দাবি


ঢাকার শাহবাগে বারডেম হাসপাতালের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বড় আকারের ছায়াদানকারী গাছগুলো কেটে ফেলে সেখানে মেরিল কোম্পানির একটি বিলবোর্ড বসানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের রোগী, পথচারী ও পরিবেশকর্মীরা।
চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে আসা রোগীদের অনেকেই বলেন, এই গাছগুলোর নিচে একটু ছায়া পেতাম, বিশ্রাম নিতে পারতাম। এখন শুধু গরম আর ধুলো—আরামটা কেড়ে নেওয়া হয়েছে।
পরিবেশকর্মীরা জানিয়েছেন, শহরের প্রাণরক্ষাকারী এসব গাছ বাণিজ্যিক স্বার্থে কেটে ফেলা মারাত্মক পরিবেশ-অপরাধ। তারা বলেন, “ঢাকার মতো তাপপ্রবণ ও দূষিত শহরে প্রতিটি গাছ মানুষের জীবনের সঙ্গে জড়িত। গাছ কাটা মানে মানুষের শ্বাস নেওয়ার জায়গা সংকুচিত করা।
নাগরিক সমাজ ও পরিবেশবাদীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—
১. শাহবাগে কাটা গাছগুলোর জায়গায় দ্রুত নতুন গাছ রোপণ করতে হবে।
২. যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. ভবিষ্যতে বিলবোর্ড স্থাপনের নামে যেন কোনো গাছ কাটা না হয়, সে বিষয়ে কঠোর নীতি গ্রহণ করতে হবে।
ঢাকার তীব্র তাপদাহ ও দূষণের মাঝে এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বিজ্ঞাপনের জন্য যদি জীবন বাঁচানো গাছ কেটে ফেলি, তাহলে বিজ্ঞাপন দেখার মানুষই একদিন থাকবে না।
চলমান বিতর্কের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছে নাগরিকরা যেন শাহবাগের সবুজ ফেরে, আর এমন ঘটনা আর না ঘটে।