শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

শাহবাগে গাছ কেটে বিলবোর্ড স্থাপন, রোগী ও নাগরিকদের ক্ষোভ প্রতিকারের দাবি

রুবিনা শেখ প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:০৫ পিএম | 54 বার পড়া হয়েছে
শাহবাগে গাছ কেটে বিলবোর্ড স্থাপন, রোগী ও নাগরিকদের ক্ষোভ প্রতিকারের দাবি

 

ঢাকার শাহবাগে বারডেম হাসপাতালের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বড় আকারের ছায়াদানকারী গাছগুলো কেটে ফেলে সেখানে মেরিল কোম্পানির একটি বিলবোর্ড বসানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের রোগী, পথচারী ও পরিবেশকর্মীরা।

চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে আসা রোগীদের অনেকেই বলেন, এই গাছগুলোর নিচে একটু ছায়া পেতাম, বিশ্রাম নিতে পারতাম। এখন শুধু গরম আর ধুলো—আরামটা কেড়ে নেওয়া হয়েছে।

পরিবেশকর্মীরা জানিয়েছেন, শহরের প্রাণরক্ষাকারী এসব গাছ বাণিজ্যিক স্বার্থে কেটে ফেলা মারাত্মক পরিবেশ-অপরাধ। তারা বলেন, “ঢাকার মতো তাপপ্রবণ ও দূষিত শহরে প্রতিটি গাছ মানুষের জীবনের সঙ্গে জড়িত। গাছ কাটা মানে মানুষের শ্বাস নেওয়ার জায়গা সংকুচিত করা।

নাগরিক সমাজ ও পরিবেশবাদীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—
১. শাহবাগে কাটা গাছগুলোর জায়গায় দ্রুত নতুন গাছ রোপণ করতে হবে।
২. যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. ভবিষ্যতে বিলবোর্ড স্থাপনের নামে যেন কোনো গাছ কাটা না হয়, সে বিষয়ে কঠোর নীতি গ্রহণ করতে হবে।

ঢাকার তীব্র তাপদাহ ও দূষণের মাঝে এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বিজ্ঞাপনের জন্য যদি জীবন বাঁচানো গাছ কেটে ফেলি, তাহলে বিজ্ঞাপন দেখার মানুষই একদিন থাকবে না।

চলমান বিতর্কের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছে নাগরিকরা যেন শাহবাগের সবুজ ফেরে, আর এমন ঘটনা আর না ঘটে।

নরসিংদীর আলোকবালী ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন নাদিম প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৪ পিএম
নরসিংদীর আলোকবালী ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

আজ শনিবার (১৮ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোকবালী ইউনিয়নে আইন শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব-১১ নরসিংদীর প্রতিনিধি,আনসার ও ভিডিপি কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আলোকবালী ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়াদীসহ সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ এ জনপদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাদের দাবিসমূহ তুলে ধরেন।

পুলিশ সুপার মহোদয় সভায় আলোকবালীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সমস্যার নেপথ্যের কারণ, উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যত পরিকল্পনা, বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসাসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগ ও তৎপরতা সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

রাজশাহীর রাজপাড়া হতে গাড়ী চুরি করত: সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা রাতুল সহ একই চক্রের আরো ০২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ পিএম
রাজশাহীর রাজপাড়া হতে গাড়ী চুরি করত: সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা রাতুল সহ একই চক্রের আরো ০২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

 

ব‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এবই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল-১৭.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বাজপাড়া থানাধীন তেরখাদিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল পরিকল্পনাকারী ও হোতা ১। মোঃ ওয়াফিউল ইসলাম রাতুল (২৬), পিতা-মোঃ আসাদুল ইসলাম, সাং-তেরখাদিয়া, থানা-রাজপাড়া, ২। মোঃ রায়হান সুইট (২৫), পিতা-মোঃ মজিব রহমান, সাং-সপুরা বটতলা, থানা-বোয়ালিয়া ও ৩। মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-আবুল কালাম আজাদ, সাং-থালতাপাড়া, থানা-এয়ারপোর্ট, সর্ব রাজশাহী মহানগরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত মোটরসাইকেল-০২টি, মোবাইল-০২ টি উদ্ধার করে।
ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম তার নিজ নামীয় ২৫০ সিসির জিক্সার মোটরসাইকেল বিক্রয় করবে বলে নিজের ফেসবুক একাউন্টে একটি বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনটি দেখে ১নং বিবাদী তার ফেইক ফেসবুক আইডি হতে এবং মোবাইল নম্বর হতে কল দিয়ে মোটরসাইকেল ক্রয় করবে বলে জানায়। এপ্রেক্ষিতে ১নং বিবাদী ইং-১১/১০/২০২৫ তারিখ বেলা অনুমান-১১.৩০ ঘটিকার সময় ভিকটিমকে মোটরসাইকেলসহ গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার অন্তর্গত বয়রাবাদ তাহেরনগর নামক ১নং বিবাদীর নিজ এলাকায় ডাকে। পরবর্তীতে ক্রয়-বিক্রয়ের কথাবার্তার একপর্যায়ে ১নং বিবাদী উক্ত মোটরসাইকেলটির গতি পরীক্ষার করার নাম করে ভিকটিমের মোটরসাইকেল নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে অদ্য ১৭/১০/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া নামক এলাকা হতে উক্ত প্রতারণা মামলার মূলহোতা সহ অপর সহযোগী ০২ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, উক্ত চক্রটি ইতোপূর্বেও অনলাইন ও বিভিন্ন মাধ্যমে নানাবিধ প্রতারণা করত: বাইক চুরি করে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে। তার একে অপরের যোগসাজশে এই সকল অপকর্ম করে থাকে। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা হতে তারা দীর্ঘদিন যাবত গাড়ী চুরি করে দেশের অন্যান্য এলাকায় বিক্রি করে আসে।উক্ত আসামিদের গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে উৎসবের আমেজ — শুরু হলো মনোনয়ন ফরম উত্তোলন

মোঃ সোহাগ আলী, রাজশাহী প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৩৩ পিএম
রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে উৎসবের আমেজ — শুরু হলো মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহী মডেল প্রেসক্লাবে শুরু হয়েছে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে সদস্যদের মাঝে বইতে থাকে নির্বাচনী উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।

জানা গেছে, আগামী পহেলা নভেম্বর সারাদিন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ওইদিন ক্লাবের সদস্যরা নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ক্লাব চত্বরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমদাদুল হক।
আজ সন্ধ্যা ৬ এার সময় রাজশাহী মডেল প্রেস ক্লাবে মনোনয়ন ফরম উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব, দৈনিক সবুজ নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান। তার উপস্থিতিতে সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।
আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম আরও সামনের দিকে এগিয়ে জাবে বলেও জানান তিনি।