শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

‎লালমনিরহাটে জমি দখলে ব্যর্থ হামলাকারী জাহাঙ্গীর আলম মাস্টার গ্রেফতার!!

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:২২ পিএম | 49 বার পড়া হয়েছে
‎লালমনিরহাটে জমি দখলে ব্যর্থ হামলাকারী জাহাঙ্গীর আলম মাস্টার গ্রেফতার!!

 

 

চয়ন কুমার রায়
‎লালমনিরহাট জেলা প্রতিনিধি

 

লালমনিরহাটে জমি দখলে ব্যর্থ হামলায় দুইজন আহত ও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৭ জনসহ ২০/২২ জন অজ্ঞাতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের হওয়ায় পুলিশ জাহাঙ্গীর আলম মাস্টারকে গ্রেফতার করেছেন।

‎মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর গ্রামের এরশাদুল হক দুদুর সাথে হাড়ীভাঙ্গা আরডিআরএস অফিসের পূর্ব পার্শ্বের জাহাঙ্গীর আলম মাস্টারের সাথে জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।

‎এরেই জের ধরে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাহাঙ্গীর আলম মাস্টার (৫২), রতিপুর বসুনিয়াপাড়া গ্রামের আলমগীর (৪৭), মাহফুজ (৪৯), হাছান আলী (৩০), হাবিব (২৭), শফিকুল (৫০), ও জাহেদুল ইসলাম (৫০) সহ ২০/২২জন অজ্ঞাতনামা ব্যাক্তি হাতে লাঠিসোটা, লোহার রড, ধারালো ছোড়া, দেশীয় অস্ত্রে স্বস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধ ভাবে রতিপুর গ্রামে দুদুর ভোগ দখলীয় জমি দখলের চেষ্টায় টিনের চালা ঘর ভাংচুর চালান। এতে দুদু বাঁধা নিষেধ করলে তাকে এলোপাতাড়ীভাবে মারপিটে মাথা ও পা সহ শরীরের বিভিন্নস্থানে ছেলা ফুলা হাড় ভাঙ্গা জখম সৃষ্টি হয়। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরায় তার আত্মচিৎকারে ছেলে হৃদয় বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তার দুই পায়ে এলোপাতাড়ীভাবে মারপিটে ছেলা ফুলা ও রক্তাক্ত জখম হয়।

‎ছেলে হৃদয়ের আত্মচিৎকারে তার মা বিথী বেগম এগিয়ে আসলে তাকেও চুলের মুঠি ধরিয়া টানাহেচরা করে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত করে কাপড় টানাহেচরা করে শ্রীলতাহানী ঘটায়।

‎ওই সময় হামলাকারী জাহাঙ্গীর আলম মাস্টার গংরা বিথী বেগমের গলায় থাকা ১ভরি ওজনের স্বর্নের চেইন, যার মূল্য ২লক্ষ ১৫ হাজার টাকা। কানে থাকা ৮আনা ওজনের স্বর্নের দুল, যার মূল্য ১লক্ষ ৭হাজার ৫শত টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়।

‎এতে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যান। পরে এলাকাবাসী আহত দুদু ও তার ছেলে হৃদয়কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তৃতীয় তলা, বেড নং-৩৩ ও ৩৬, ভর্তির তারিখ-১৫/১০/২৫।

‎এ ঘটনায় এরশাদুল হক দুদুর ভাতিজা ওয়ালি উল্লাহ বাদী হয়ে ওই ৭ জনসহ ২০/২২ জন অজ্ঞাতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-জিআর ৬১২/২৫। তারিখ-১৫/১০/২৫। এ মামলা দায়ের পর ১নং আসামী জাহাঙ্গীর আলম মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ।

‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, জমি নিয়ে মারামারির ঘটনায় জাহাঙ্গীর নামের একজনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মুন্সিগঞ্জ তৃণমূলে রাজনীতিবিদ শীর্ষে সাবেক ভিপি যুবদলের নেতা: শাহরিয়ার

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২:৪৬ পিএম
মুন্সিগঞ্জ তৃণমূলে রাজনীতিবিদ শীর্ষে সাবেক ভিপি যুবদলের নেতা: শাহরিয়ার

 

মুন্সিগঞ্জ জেলা শহরের তৃণমূলে সুপরিচিত শীর্ষে রাজনীতিবিদ সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সংসদ সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়া বর্তমান জাতীয়তাবাদী দলের জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় শীর্ষে নেতাকর্মীদের কাছেও সুপরিচিত জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ জেলায় ১৯৯৮ সালে সরকারি হরগঙ্গা কলেজে নির্বাচন করেন কলেজ শাখার ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এবং একই বছরে আওয়ামী লীগের সরকার থাকাকালীন অবস্থায় হরগঙ্গা কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র মিলনায়তন সম্পাদক পদে জয়ী হন।

হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার বলেন, তৃণমূলে জাতীয়তাবাদী দলের বিএনপি জেলা সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সাহেবের মনোনয়নপ্রত্যাশী ধানের শীষ প্রতীকের প্রত্যক্ষ তিনি দুঃসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার হিসেবে সংসদ সদস্য ৩১ দফায় এগিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ্।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজধানী কেন্দ্রীয় সুপরিচিত শারিয়ারকে ছাত্রদল নির্বাচনের সু-সংঘঠিত সভাপতি পদে দেখতে জোড় দাবি জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা । তিনি মুন্সিগঞ্জ শহরের পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিন ইসলাম পুরের রাজনৈতিক পরিবারের সন্তান সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সংসদ সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়া বর্তমান জাতীয়তাবাদী দলের জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

রাজনৈতিক শীর্ষে শাহরিয়া সাবেক উপমন্ত্রী সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাইয়ের ভাই জেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এর অঙ্গ-সংঘঠনের নেতাকর্মীদের আস্থাভাজন হিসেবে তিনি পরিচিত ঢাকা রাজধানী নয়াপল্টনে।

রামকোল বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২:৩৫ পিএম
রামকোল বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

সরস্বতী রানী বিশ্বাস, প্রধান শিক্ষক,রামকোল বাহাদুর পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে গেলেন। শিক্ষার্থী,সহকর্মী,অভিভাবকদের ভালোবাসায় তিনি সিক্ত হলেন। বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ কর্মময় জীবনের পরিসমাপ্তি হলো।এই বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন্নাহার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আলিফ আহমেদ, সাবেক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অঞ্জলী রানী প্রামাণিক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, কুমারখালী, কুষ্টিয়া সুপ্রিয়া রানী বিশ্বাস।আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বিমান বিহারী মালাকার,প্রধান শিক্ষক মোঃ নাজিরুল হক , প্রধান শিক্ষক বিকাশ কুমার দাশ, প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, প্রধান শিক্ষক মোছাঃ ফিরোজা খাতুন, প্রধান শিক্ষক ফরিদা খাতুন, প্রধান শিক্ষক রাশেদুন্নেছা হাবিবা,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার আলী মন্ডল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান , সহকারী শিক্ষক সেলিনা খাতুন,স্বপ্না রানী বিশ্বাস,কনিকা রানী কুন্ডু,মোঃ আব্দুর রশিদ সহ মাছপাড়া ও কলিমহর ক্লাষ্টারের সম্মানিত শুভাকাঙ্ক্ষী অন্যান্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক আরজু মানারা ফেরদৌসী। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস।
সরস্বতী রানী বিশ্বাস ১৯৮৮ সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।গত

৯/১০/২০২৫ ইং তারিখে তিনি অবসরে যান।দীর্ঘ কর্মময় জীবনে অসংখ্য ছাত্র ছাত্রী তাঁর স্নেহের পরশে ধন্য হয়েছে। অশ্রুসিক্ত নয়নে সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক অভিভাবক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁকে বিদায় জানিয়ে তাঁর প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন তাতে তিনি আবেগাপ্লুত হয়েছেন। তিনি ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সকল ছাত্র-ছাত্রী, সহকর্মী শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি সকলের দোয়া/ আশির্বাদ চেয়েছেন যেন তাঁর অবসরকালীন সময় ভালো কাটে।পরম করুণাময় সকলের মঙ্গল করুন সকলের জন্য এই প্রার্থনা করেছেন।

নওগাঁয় মাদ্রাসা ছাত্রের মড়দেহ উদ্ধার ।। শিক্ষক আটক

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২:৩১ পিএম
নওগাঁয় মাদ্রাসা ছাত্রের মড়দেহ উদ্ধার ।। শিক্ষক আটক

 

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার দুবলহাটির ফতেপুরে রওদাতুল কোরআন ফতেপুর আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে আব্দুর রহিম বাদশা (১১) নামে এক ছাত্রের মড়দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার এক শিক্ষককে আটক করে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে মাদ্রাসা থেকে আব্দুর রহিমের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান নওগাঁ সদর থানা সাব ইন্সপেক্টর নূর নয়ন।

মৃত আব্দুর রহিম বাদশা নওগাঁ সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে। সে ফতেপুর রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। আটক আব্দুল মাজেদ ওই মাদ্রাসার শিক্ষক।

আটক মাদ্রাসার শিক্ষক আব্দুল মাজেদ জানান, রাত আনুমানিক পৌনে চারটার দিকে তাহাজ্জত নামাজ পড়ার জন্য উঠে আব্দুর রহিম বাদশাকে মাদ্রাসার বারান্দার নিচে মাদ্রাসার মাঠে পরে থাকতে দেখে তাকে তুলে নিয়ে রুমে আসি। এবং মাদ্রাসা কমিটির সদস্যদের খবর দিলে তারা এসে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠান।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, দুবলহাটির ফতেপুরে মাদ্রাসা থেকে আব্দুর রহিম বাদশা (১১) নামে এক ছাত্রের মড়দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিৎ করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।২