শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

এইচএসসি পরীক্ষা ফলাফল গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:১১ পিএম | 51 বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষা ফলাফল গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩

এইচএসসি ২০২৫ ফলাফল প্রকাশ, সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা বোর্ড ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। এবারের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ২০২৫ সালে দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত বছর শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে কুমিল্লা বোর্ড

এবারের ফলাফলের তুলনামূলক চিত্রে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড। আর ফলাফলে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডে এ বছরের মোট পাসের হার ৬৪ দশমিক ৬২। আর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬।

এ ছাড়া রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, যশোরে ৫০ দশমিক ২০, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এখন এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন।

ভালবাসার গভীরতা

রুবিনা শেখ, সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ আইপি টিভি প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৪ পিএম
ভালবাসার গভীরতা

পাওয়ার ভালোবাসা
না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা,
যা পেলে মিশে যায় অভ্যেসে,
আর যা হারায়, তা রয়ে যায় স্মৃতির মন্দিরে
অমলিন কোনো উপাসনায়।
যাকে পাইনি, তাকেই চাই আরও একবার,
কারণ হারিয়ে যাওয়াই তো চিরস্থায়ী হয়,
যা ছুঁই তা মুছে যায় সময়ের ধুলায়, আর যা পাইনি, তা বেঁচে থাকে হৃদয়ের ছায়ায়।
না-পাওয়া ভালোবাসা সবচেয়ে নির্মল,তার কোনো হিসাব নেই, নেই দাবিও, শুধু আছে এক অনন্ত কামনা যদি আর একবার…” এই নিঃশব্দ আকুলতা।
যা হারিয়েছি, তাইতো সবচেয়ে প্রিয়, যা পাইনি, তাইতো সবচেয়ে আপন, ভালোবাসা আসলে প্রাপ্তির নয়, ভালোবাসা তো এক অনন্ত অপ্রাপ্তির আর্তনাদ।

 

তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ পিএম
তাড়াশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কালীবাড়ি, ঝুরঝুরি ও কৃষ্ণনাদিঘী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

 

তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ পিএম
তাড়াশ উপজেলার ভিবিন্ন ইউনিয়ন ও বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

 

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সলংগা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন সহ তাড়াশ উপজেলা ও মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।