শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ

ময়মনসিংহ বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৫৪ শতাংশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:১৪ পিএম | 49 বার পড়া হয়েছে
ময়মনসিংহ বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৫৪ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৪ শতাংশ। এতে মোট পাশ করেছে ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৬ হাজার ৬৭৬ জন এবং মেয়ে ২২ হাজার ৪২০ জন। ফলে এবারও পাশের হারে এগিয়ে মেয়েরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর২০২৫) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ বোর্ড মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, এবারের পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী—ছেলে ১ হাজার ১১৭ জন এবং মেয়ে ১ হাজার ৫৬৭ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান শাখায় পাশের হার সর্বোচ্চ ৭৬ দশমিক ৯০ শতাংশ। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। মানবিকে পাশের হার ৪৫ দশমিক ৬৪ এবং ব্যবসায় শিক্ষায় ৪১ দশমিক ১২ শতাংশ।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বোর্ডের অধীনে এবার মাত্র ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ঈশ্বরগঞ্জের চরজিথর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নেত্রকোণার খালিয়াজুরির আব্দুল জব্বার রাবেয়া খাতুন হাই স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৭টি, জামালপুরের ২টি, নেত্রকোণার ৪টি এবং শেরপুর জেলার ২টি প্রতিষ্ঠান রয়েছে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল্লাহ বলেন, “ফলাফল আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

এ সময় বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহে ফ্রি হেলথ ক্যাম্পিং অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:২১ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহে ফ্রি হেলথ ক্যাম্পিং অনুষ্ঠিত

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ স্বাস্থ্য ও পরিবেশ বিভাগের নির্দেশনায় ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
আজ ১৭অক্টোবর শুক্রবার সকাল নয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত ফ্রি হেলথ ক্যাম্পিং এ চিকিৎসা দেওয়া হয়। ময়মনসিংহ জেলা সদরে চর হরিপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকল ধরনের রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান স্পাইন সার্জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ, ৪ সদর আসনের এমপি মনোনীত পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
উক্ত ফ্রি চিকিৎসা ব্যবস্থা আয়োজনে বিপুলসংখ্যক রোগীদের উপস্থিতি ছিল ব্যাপক।
আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা ৬ নং ইউনিয়নও মহানগরের ৩১,৩২,৩৩ ওয়ডের রাসেল হাসান হাফেজ মাওলানা মমিনুল ইসলাম, আব্দুল খালেক,, ফারুক মুন্সি,হেলাল উদ্দিন, সোয়াইব আহমেদ,হাঃমোহাম্মদ আল-আমিন সহ আরও অনেকই।এ আয়োজন এর আয়োজকবৃন্দ কে অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন ধন্যবাদ মোবারকবাদ জানান।

দুই বছর কোমায় থেকে কিশোর আবিরের চিরবিদায়।

মোঃ ওমরফারুক(সানি), পাবনাঃ প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:১৫ পিএম
দুই বছর কোমায় থেকে কিশোর আবিরের চিরবিদায়।

 

মোটরসাইকের দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর মারা গেছে কিশোর আবির হাসান। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। আবির দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি ও চাটমোহর প্রেসক্লাব এর কার্যকরী সদস্য শামীম হাসান মিলনের একমাত্র ছেলে। তার মৃত্যুতে পরিবার স্বজন সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর। আবির চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। এক বোন আর এক ভাইয়ের মধ্যে আবির ছিল ছোট।

পারিবারিক সূত্র জানিয়েছে, আজ শনিবার সকাল সাড়ে দশটায় মধ্য শালিখা জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে বৃ-গুয়াখড়া সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক মিলনের ছেলে আবিরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে চাটমোহর প্রেসক্লাব।

২০২৩ সালের ১০ নভেম্বর শুক্রবার বাবার সাথে জুমআর নামাজ আদায় করেছিল আবির। নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সে। চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়। তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে। সেখানে কয়েক দফা অপারেশন করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের। সেই থেকে কোমায় ছিল সে।

পাবনা-ঢাকা ট্রেন চলাচলে শঙ্কা ও ষড়যন্ত্র দেখছে শেকড় পাবনা ফাউন্ডেশন

মোঃ ওমরফারুক(সানি), পাবনাঃ প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:০৯ পিএম
পাবনা-ঢাকা ট্রেন চলাচলে শঙ্কা ও ষড়যন্ত্র দেখছে শেকড় পাবনা ফাউন্ডেশন

 

পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ঢাকা-পাবনা ট্রেন চলাচলে তালবাহানা ও পিছিয়ে দেওয়ার শঙ্কা ও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে দাবি করেছেন শেকড় পাবনা ফাউন্ডেশন। প্রয়োজনে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও পাবনার আব্দুল হামিদ রোডসহ ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

শ‎নিবার (১৮ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবে শেকড় পাবনা ফাউন্ডেশন আয়োজিত ১৬ দফা দাবির মধ্যে ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা।

‎অনুষ্ঠানের শুরুতে দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাব এর কার্যকরী সদস্য শামীম হাসান মিলন এর একমাত্র ছেলে আবির হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে যদি টালবাহানা করা হয় বা পিছিয়ে দেওয়া হয়। এর পরিনতি খুব একটা ভালো হবে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে। অন্তত একটা ট্রেন দিয়ে পাবনাবাসীর স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করুন।

‎ট্রেন সার্ভিস চালুর বিষয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে খয়েরচরে ফেরিঘাট স্থানান্তরে জন্য প্রকল্প এলাকা পরিদর্শনে জেলার সকল রাজনৈতিক নেতারা একসঙ্গে হয়েছিলেন। প্রকল্প পরিদর্শনের নামে গভীর রাতে প্রকল্প পরিদর্শন করা কোন অন্য ঘটনা থাকতে পারে। সেখানে রেল সচিবের বক্তব্যে অস্পষ্টতা তৈরি করেছেন। সুস্পষ্ট ঘোষণা দিতে পারেনি। কোন কোন প্রভাবশালী রাজনৈতিক মহল উপরে উপরে চালুর কথা বললেও ভিতরে ভিতরে নিরুৎসাহিত করছে। কোন কোন প্রভাবশালী বলতেছে যে নির্বাচনের পর যেন ট্রেন উদ্বোধন করা হোক। আসলে এটাতো জনগণের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, সেদিন খয়েরচরে আলোচনা সভায় রাজনৈতিক নেতারা পাবনা টার্মিনাল থেকে ফোর লেন সড়ক বাস্তবায়নের কথাও বলেননি। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পর জন্য হলেও ঈশ্বরদীতে বিমানবন্দর চালুর বিষয়েও কেউ বলেনি। পরিবহন সেক্টরের কোন ষড়যন্ত্র থাকতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে।

‎ এ সময় পাবনা প্রেসিক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, পাবনা থেকে ঢাকায় ট্রেন সার্ভিস চালু নিয়ে বহু নাটক মঞ্চস্থ করা হচ্ছে। ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের পাবনার উন্নয়নের দাবিগুলো বাস্তবায়ন করতে যেন কোনভাবে কালক্ষেপন করা না হয়। আমরা এখন চাঁদ দেখতে শিখেছি। আপনারা আর চাঁদ দেখা শিখায়েন না। আমরা পাবনাবাসী সোচ্চার হয়েছি।

‎এসময় আরও উপস্থিত ছিলেন, শেকড় পাবনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মাসুদ খান, নির্বাহী সদস্য কামরুজ্জামান সোহেল, ইরফান কাদের চৌধুরী, তাজুল ইসলাম, ড. ওমর ফারুক প্রমুখ।