শেখ মেহেদী লিজেন্ড


পাকিস্তানের বিপক্ষে যখন শেখ মেহেদী চার নাম্বারে নামে, তখন৷ প্লেয়ার গ্রাফিক্স দেখার পর ধারাভাষ্যকার স্ট্যাটটা বলতে গিয়ে একটু ভ্যাবাছ্যাকাই খেয়ে বসছিলেন মনে হলো। গড় ১১, স্ট্রাইকরেট ১০০। ৪৫ ইনিংস খেলার পরও যার এমন স্ট্যাট, সে চার নম্বরে নামলে ধারাভাষ্যকাররাই বা কি বলবে? অবশ্য কোচ যুক্তি দিয়েছেন, পেস হ্যান্ডেল করার জন্য পাঠিয়েছেন, বা এমন যুক্তিও হতে পারে যে শেষ দিকে উইকেট বাঁচানোর জন্য। কিন্তু শেখ মেহেদী এই বছরে বেশ কয়েকবারই ৪-৫ এ নেমেছেন। যে কারণে শেখ মেহেদী ফ্যানদের চক্ষুশূলে পরিণত হয়েছেন।
দেখুন, ম্যানেজমেন্ট কি ভেবে নামায় জানিনা। হয়তো উপরের লজিকের জন্য, হয়তোবা শেখ মেহেদীর ঘরোয়া ব্যাটিং রেকর্ড ভালো, সেজন্যম বিপিএলে চারে নেমে কিছু ইনিংস খেলেছেন, ফার্স্ট ক্লাসে ১৭৭ রানের ইনিংস আছে, লিস্ট এ তে সেঞ্চুরি আছে। এই বিষয়গুলো হয়তো ম্যানেজমেন্ট ভাবে, তাই খেলায়। এখন ম্যানেজমেন্টকে তো জ্ঞান দেওয়ার মত ক্ষমতা আমাদের নাই। হয়তো শেখ মেহেদী একসময় ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করবেন, সেই কামনা রইলো।
কিন্তু আমাদের মত ফ্যানদের জন্য আমার একটা কথা আছে, সেটা হচ্ছে পোস্টারের লাইনটা। শেখ মেহেদীকে বোধহয় “আব্দুর রাজ্জাক” ক্যালিবারের ভাবলেই আমরা অন্তত সুখে থাকবো, মানে এক্সপেক্টেশন কোথায় রাখতে হবে সেটা বুঝবো। দেখুন আব্দুর রাজ্জাক বাংলাদেশের লিজেন্ড, তাই শেখ মেহেদীকে লিজেন্ড বলছি, এমন না। কিন্তু ভূমিকাটা কিভাবে মিলতে পারে বলি!
➡️ বোলিং: আব্দুর রাজ্জাক বেশ টাইট এন্ড একুরেট। শেখ মেহেদীও অনেকটা সেরকম। এই জায়গাটাতে কিন্তু অস্বীকার করার সুযোগ নেই যে মেহেদী ভালো বোলার।
➡️ ব্যাটিং: আব্দুর রাজ্জাক ৯-১০ এ নেমে চার-ছক্কা হাঁকাতেন, আন্তর্জাতিকে ফিফটিও আছে। মানে আব্দুর রাজ্জাককে ব্যাটার ভাবা হতো না, কিন্তু উনি টুকটাক মাঝে মাঝে খেলা দেখিয়ে দিতে পারতেন। শেখ মেহেদীকেও ওই ৮-৯-১০ এ এরকম ভাবলে আমরা ফ্যানরা অন্তত শান্তি পাবো।
➡️ ফিল্ডিং: আব্দুর রাজ্জাক রাজ ও শেখ মেহেদীর বড় মিল বোধহয় এখানে। ছোটবেলায় যখন আব্দুর রাজ্জাকের খেলা দেখলাম, উনার ফিল্ডিং খুবই বাজে লাগতো। বোলিং এন্ডে থ্রো করলেই মনে হতো, এই বুঝি ধরতে পারবেন না। শেখ মেহেদীও হলেন মডার্ন ক্রিকেটের বাজে ফিল্ডার। ফিল্ডিংয়ে নার্ভ বলতে কিচ্ছু নাই।
তাই বলছি, আমরা ফ্যানরা যখন বুঝা শুরু করবো, শেখ মেহেদী আমাদের দলে অনেকটা আব্দুর রাজ্জাকের ভূমিকা পালন করতে পারবে, সেটা আমাদের জন্য ভালো। চারে নামবে আর আশায় বসে থাকবো রেসপন্সিবল নকের, এই আশা আসলে শেখ মেহেদী থেকে করে লাভ নেই। বরং মেহেদীর বোলিংটা থেকে এক্সপেক্টেশন রাখি যেন টপ নচ করতে পারেন।