রাস্তা বন্ধ করে চলাচল
অবশেষে প্রত্যাহার জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান


গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।
সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ জারি হয়। ওই আদেশে বলা হয়, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে যোগ দিতে হবে তাকে।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে যে, কমিশনার ড. নাজমুল করিম খান তার কর্মস্থলে যাওয়া-আসার সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখতেন। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সর্বস্তরে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অভিযোগের প্রেক্ষিতে কমিশনারকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। জনঅসন্তোষ ও সমালোচনার প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো এমন কর্মকাণ্ড নিয়ে সচেতন মহল বলছেন, এ ধরনের পদক্ষেপ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই এ ঘটনায় সরকারের তৎপরতাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
গাজীপুরবাসীর অনেকেই বলছেন, একজন দায়িত্বশীল পদে থেকে সাধারণ মানুষের জীবনযাত্রায় অস্বস্তি সৃষ্টি করা মোটেই কাম্য নয়। প্রত্যাহারের এ সিদ্ধান্ত সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণে সরকারের দৃঢ় অবস্থানকেই তুলে ধরেছে।