প্রিয়া চৌধুরী
স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ আটক ৭ জন


রাজধানীর জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এরশাদ গলিতে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৭ জন আটক হয়েছে।
১১ বীর (মেক) এর নিয়মিত টহল দলের এ অভিযান পরিচালিত হয় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিতকৃত এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবন ও বিক্রির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাসেল, সামিয়া, আলাউদ্দিন, মনির, ইসমাইল, জান্নাত ও টিপু।
মহিলা দুজনকে মহিলা পুলিশের উপস্থিতিতে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে সেনা সদস্যরা এলাকা ঘিরে দ্রুত অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।