সুন্দরবনে কোস্ট গার্ডের গোপন অভিযান
নদীর তীরে উদ্ধার একনলা বন্দুক ও গুলি, অস্ত্র ফেলে পালালো সন্দেহভাজন


সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের মাউন্দে নদীর তীরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
৩০ জুলাই (বুধবার) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল মাউন্দে নদী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। আত্মসমর্পণ আহ্বানে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে কোস্ট গার্ড সদস্যরা।
পরে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে বনের গভীরে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলি।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।