রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

এফ শাহজাহান ২৮ জুলাই ২০২৫

দক্ষিণপন্থী এবং বামপন্থীদের ভবিষ্যত পরিনতি

এফ শাহজাহান ২৮ জুলাই ২০২৫ প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১:৫৩ পিএম | 86 বার পড়া হয়েছে
দক্ষিণপন্থী এবং বামপন্থীদের ভবিষ্যত পরিনতি

বাংলাদেশের রাজনীতিতে ‘দক্ষিণপন্থীদের উত্থানে’ বামপন্থীরা এখন বেশ উদ্বিগ্ন। ৫ই আগস্টের পর থেকে দক্ষিণপন্থীদের বিষ্ময়কর উত্থানে বামপন্থীরা তাদের ভবিষ্যৎ পরিনতি নিয়েও দু:শ্চিনাতায় আছেন।
এমতাবস্থায় সময় এসেছে, আপনি দক্ষিণপন্থী না বামপন্থী সেটা নির্ধারন করার। আপনি বামপন্থীদের দলে নাকি দক্ষিণপন্থীদের দলে, সেটা নির্ধারণ করাও মানবজীবনের একটা জরুরী বিষয়। কেননা,এবিষয়ে মহান আল্লাহ সুবহানুহু ওয়া তা’আলার সুস্পষ্ট নির্দেশ রয়েছে।
আপনি কীভাবে জানবেন যে আপনি দক্ষিণপন্থী না বামপন্থী ?
এবিষয়ে আপনি মহবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ সুবহানুহু ওয়া তায়ালার কাছেই জানতে চাইতে পারেন। আল্লাহ খুবই স্পষ্টভাবে পবিত্র কুরআনে বলে দিয়েছেন, কারা ডানপন্থী আর কারা বামপন্থী।
আল্লাহ শুধু এটুকু বলেই খান্ত হননি। আল্লাহ সুবহানুহু ওয়া তায়ালা পবিত্র কুরআনে দক্ষিণপন্থী এবং বামপন্থীদের ভবিষ্যৎ পরিনতির কথাও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ।
আল্লাহ ডানপন্থী এবং বামপন্থীদের বৈশিষ্ঠ্য উল্লেখ করে তাদের চিহ্নিত করার ব্যবস্থাও করে দিয়েছেন।
যারা ভালো কাজ করে, আল্লাহর আদেশ নিষেধ পালন করে, তাদেরকেই দক্ষিণপন্থী বা ডানপন্থী বলা হয়েছে। অপরদিকে যারা আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে, তাদেরকে বামপন্থী বলা হয়েছে।
ডান ও বামপন্থীদের সম্পর্কে আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে সূরা আল ওয়াকিয়ার ৭, ৮ এবং ৯ নং আয়াতে বলেন,“সে সময় তোমরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। ডান দিকের লোক। ডান দিকের লোকেরা কতই সৌভাগ্যবান,তাদের সৌভাগ্যের কথা আর কতটাই বলা যাবে। বাম দিকের লোক, বাম দিকের লোকরা কত হতভাগা! তাদের দুর্ভাগ্যের পরিণতি আর কতটাই বলা যাবে!
এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসীর বলেন, কেয়ামতের দিন সব মানুষ তিন দলে বিভক্ত হয়ে পড়বে। এক দল আরশের ডানপার্শ্বে থাকবে। তারা আদম (আ:) এর ডানপর্শ্বে থেকে পয়দা হয়েছিলেন এবং তাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে। তারা সবাই জান্নাতী হবেন।
দ্বিতীয় দল আরশের বামদিকে একত্রিত হবেন। তারা আদম (আ:)এর বামপার্শ্ব থেকে পয়দা হয়েছিলেন। তাদের আমলনামা তাদের বাম হাতে দেয়া হবে। তারা সবাই জাহান্নামী হবেন।
তৃতীয় দল হবে অগ্রবর্তীদের দল। তাঁরা আল্লাহর সামনে বিশেষ স্বাতন্ত্র্য ও নৈকট্যের আসনে থাকবেন। তাঁরা হবেন নবী, রাসূল, সিদ্দীক, শহীদগণ। তাদের সংখ্যা প্রথমোক্ত দলের তুলনায় কম হবে।
কুরআন এবং হাদীস অনুযায়ী বামপন্থীরা আল্লাহর কাছে লাঞ্ছনার শিকার হবেন এবং আল্লাহর দরবারে তাদেরকে বাম দিকে দাঁড় করানো হবে। এরাই দুর্ভাগা বামপন্থী।
আল্লাহ তা’আলা সূরা আল বালাদের ১৭-২০ নং আয়াতে বলেন, “তারপর এই সংগে তাদের মধ্যে শামিল হওয়া যারা ঈমান এনেছে এবং যারা পরস্পরকে সবর ও আল্লাহর সৃষ্টির প্রতি রহম করার উপদেশ দেয়।এরাই ডানপন্থী।’’
আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী। এদের ওপর আগুন ছেয়ে থাকবে।”
পবিত্র কুরআনের উল্লেখিত সূরার আয়াতে ছোট ছোট বাক্যে আল্লাহতায়ালা ডানপন্থীদের গুরুত্বপূর্ণ দু’টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, ডানপন্থীরা পরস্পরকে সবর করার উপদেশ দেবে এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, তারা পরস্পরকে রহম ও পরস্পরের প্রতি স্নেহার্দ্র ব্যবহারের উপদেশ দান করবে।
ডানপন্থী হওয়ার জন্য ঈমানদার হওয়া জরুরী। কারণ, ঈমান ছাড়া কোন কাজ সৎকাজ হিসাবে চিহ্নিত হতে এবং আল্লাহর কাছে গৃহীত হতে পারে না।
কুরঅনের বিভিন্ন স্থানে এর ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে ঈমান সহকারে যে সৎকাজ করা হয় একামত্র সেটিই নেকী ও মুক্তির উপায় হিসেবে গৃহিত হয়।
যেমন : আল্লাহ তা’আলা বলেন: “পুরুষ বা নারী যে ব্যক্তিই সৎকাজ করে সে যদি মু’মিন হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।”
এখন আশা করা যায় সহজেই বুঝতে পারছেন বাংলাদেশে কারা দক্ষিণপন্থী আর কারা বামপন্থী। সেইসঙ্গে স্পষ্টভাবে বুঝতে পারছেন যে, দক্ষিণপন্থীদের ভবিষ্যৎ পরিণতি কী হবে এবং বামপন্থীদের ভবিষ্যৎ পরিণতি কী হবে।
এখন আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন।
আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন।

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম
রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এবং পুনরায় তদন্ত পূর্বক শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত আবেদনকারীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে,অনিয়মের মাধ্যমে যাচাই-বাছাইয়ে বাদ পরা ব্যাক্তিদের সুকৌশলে ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও অনেকেই এই নিয়োগপ্রাপ্ত হন।নিয়োগ পাওয়ার যোগ্য অনেক ব্যক্তিকে সুকৌশলে বাদ দিয়ে নিয়ম বহি:ভূর্ত বাহিরের অনেক কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।ডিলার নিয়োগে এহেন বৈষম্যরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় তদন্ত সাপেক্ষে লটারির আহবান জানান বঞ্চিত আবেদনকারীগণ।

রোববার দুপুরে ১২:০০ টা উপজেলা পরিষদ চত্ত্বরের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,আব্দুল মোত্তালেব,আজিজুল ইসলাম,ফখরুল ইসলাম, রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম,রোকেয়া বেগম,দৌলত হোসেন,আব্দুল লতিফ,সেকেন্দার আলী লিমন,হান্নান মিয়া আব্দুল লতিফ বাবলুসহ আরও অনেকে।

হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম
হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুরু হয়েছে বিভিন্ন মাঠের পাট কাটা। তবে খালবিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সংকটে পড়েছেন চাষিরা। রাস্তার পাশে খাল ও পুকুরের পানি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এতেই বিপাকে পড়েছেন কৃষকরা।

পাট চাষিরা জানান, হরিপুরে উপজেলায় দুটি বড় বিলের পাশে পানি না থাকার কারণে পাট পচানো সমস্যা হয়েছে । পানি সরাসরি বিলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় পাটের জাগ নিয়ে সংকট দেখা দিয়েছে।

পাট চাষি মো. আবদুল মালেক ও সারোয়ার হোসেন বলেন খালবিলে, নদীনালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেওয়ার জায়গাও নেই। এখন আমরা পাট নিয়ে সংকটে পড়েছি। এজন্য হরিপুর উপজেলায় পার্শ্ববর্তী বিলে আমরা পাট জাগ দিয়েছি।

সমির হোসেন নামে আরেকজন বলেন, বৃষ্টিতে পাটক্ষেতে অল্প পানি জমেছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। ক্ষেতে বেশি পানি হলে পাটের গোড়া পচন ধরত না। ক্ষেতের পাট ক্ষেতেই জাগ দেওয়া যেত। এখন পিকআপ ও ভ্যান ভাড়া করে পাট জাগ দিতে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

মিনাপুর গ্রামের সারোয়ার হোসেন বলেন, আমাদের হরিপুর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, এ বছর হরিপুরে ৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জায়গায় পাটের আবাদ হয়েছে। পানি না থাকায় পাটের জাগ দেওয়া নিয়ে সমস্যা পড়ছেন কৃষকরা। কেউ কেউ পুকুরে নদীতে পাটের জাগ দিচ্ছে।

সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৪ পিএম
সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

”আমার সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে”
যখন আশেপাশে শুনি —
“এটা তো সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরো”
“তুমি কেন এত ভাবছো? সব ঠিক হয়ে যাবে”
“এটা তো সম্পর্কের অংশ, মানিয়ে নিতে হবে”
তখন সেই শূন্যতা কোথায় যাবে?
হুরায়রা কনসালটেন্সি এমন একটা জায়গা,
যেখানে আপনি আপনার সম্পর্কের টানাপোড়েন খুলে বলতে পারেন,
কেউ আপনাকে ছোট করবে না,
কেউ আপনাকে দোষী মনে করবে না।
আমরা জানি, সম্পর্কের মাঝে এই অনিশ্চয়তা অনেক সময় ভয়াবহ হতে পারে,
আপনি একা নন,
আমি হুরায়রা শিশির এবং আমার টিম পাশে আছি।
চলুন, একসাথে চেষ্টা করি কিভাবে একটু একটু করে ভালো থাকা যায়।

error: Content is protected !!